8.2 C
Toronto
বুধবার, মে ১৮, ২০২২

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ এর অতিথি ব্যারিস্টার সোহানা চৌধুরী

- Advertisement -

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ এর অতিথি ব্যারিস্টার সোহানা চৌধুরী - The Bengali Times
ব্যারিস্টার সোহানা চৌধুরী

আগামী ২ এপ্রিল শনিবার সকাল ১১ টায় এনআরবি টিভির পর্দায় প্রচারিত হবে রিজুয়ান রহমান ল পি সি এর সৌজন্যে ‘শুভ সকাল’ এর চতুর্থ পর্ব। এই আয়োজনে ছুটির দিনের আড্ডা পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে ব্যারিস্টার সোহানা চৌধুরীকে। তিনি খুব কম সময়ে আইন পেশায় দক্ষতার ছাপ রেখেছেন, পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। বয়সে ও পেশায় তরুণ এই ব্যারিস্টারের সাথে আলোচনায় উঠে এসেছে নানা প্রয়োজনীয় তথ্য যা আমাদের আইনি জটিলতায় সঠিক পথ দেখাবে। তিনি বর্তমানে রিজুয়ান রহমান ল প্রফেশনাল কর্পোরেশনে কর্মরত রয়েছেন।
শুভ সকালের অন্যান্য নিয়মিত পর্ব বাণী চিরন্তনী, ছুটির দিনের গান, ভোরের পংক্তিমালা এবং ছুটির ফাঁদেতেও রয়েছে কিছুটা ভিন্নতা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন এন আর বি টিভির নিয়মিত উপস্থাপিকা অজন্তা চৌধুরী।
রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ এর অতিথি ব্যারিস্টার সোহানা চৌধুরী - The Bengali Times
শুভসকাল এর সেটে ব্যারিস্টার সোহানা চৌধুরী ও অজন্তা চৌধুরী

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ এর অতিথি ব্যারিস্টার সোহানা চৌধুরী - The Bengali Times
সঞ্চালক অজন্তা চৌধুরী

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles