3.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নাম বদলালেও ভ্যাকসিনে কোনো পরিবর্তন আসছে না

নাম বদলালেও ভ্যাকসিনে কোনো পরিবর্তন আসছে না
ফাইজারের মুখপাত্র ক্রিস্টিনা অ্যান্টোনিউ

ফাইজার, মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নতুন নাম অনুমোদন করেছে হেলথ কানাডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নাম জানিয়েও দিয়েছে। এখন থেকে কানাডায় ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের নাম হবে কোমিরনাটি। কোভিড-১৯, এমআরএনএ, কমিউনিটি ও ইমিউনিটি শব্দগুলো থেকে বর্ণ বেছে নিয়ে নামটি দেওয়া হয়েছে। মডার্নার ভ্যাকসিনের নাম হবে স্পাইকভ্যাক্স এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সজেভরা।

ফাইজার ও মডার্না বলছে, এর মধ্য দিয়ে ভ্যাকসিনগুলোর পূর্ণ অনুমোদন দিলো হেলথ কানাডা। এর আগের অনুমোদন ছিল অন্তবর্তীকালীন, যার মেয়াদ শেষ হয়েছে। অন্তর্বর্তীকালীন অনুমোদনের সময়ে ভ্যাকসিনগুলো ব্র্যান্ড নেম পায়নি। কিন্তু নতুন ও দীর্ঘমেয়াদী উপাত্ত দাখিলের পর এগুলো স্থায়ী নাম পেলো।

- Advertisement -

ফাইজারের মুখপাত্র ক্রিস্টিনা অ্যান্টোনিউ এক লিখিত বিবৃতিতে বলেছেন, হেলথ কানাডা কোমিরনাটি নাম অনুমোদন করায় ১২ বছর ও তার বেশি বয়সীদের মধ্যে ভ্যাকসিনটির নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এ অনুমোদন কানাডিয়ানদের মধ্যে ভ্যাকসিনটির ব্যাপারে আস্থা বাড়াবে।

মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, স্পাইকভ্যাক্স নামের মধ্য দিয়ে এই প্রথম বিশ্বের কোথাও পূর্ণাঙ্গভাবে ভ্যাকসিনটি অনুমোদন পেলো।

হেলথ কানাডা বলছে, এর মধ্য দিয়ে কেবলমাত্র ভ্যাকসিনের নাম বদলাচ্ছে। ভ্যাকসিনে কোনো পরিবর্তন আসছে না।

- Advertisement -

Related Articles

Latest Articles