14.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

স্বাস্থ্যকর্মীদের ১৫ অক্টোবরের মধ্যে উভয় ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক

স্বাস্থ্যকর্মীদের ১৫ অক্টোবরের মধ্যে উভয় ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক
লেজারের নতুন এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে

কুইবেকের বাইরে ৭৫ শতাংশ মানুষ স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলকভাবে ভ্যাকসিনেশনের আওতায় আনার পক্ষে নিজেদের মতামত তুলে ধরেছেন। প্রদেশগুলোর মধ্যে এর প্রতি সবচেয়ে বেশি সমর্থন জানিয়েছেন আটলান্টিক কানাডার নাগরিকরা। তাদের মধ্যে এ হার ৮৩ শতাংশ। এছাড়া ব্রিটিশ কলাম্বিয়ার ৮২ শতাংশ স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের আওতায় আনার পক্ষে মত দিয়েছে। এর প্রতি সবচেয়ে কম আগ্রহ দেখিয়েছেন আলবার্টার নাগরিকরা মাত্র ৬৫ শতাংশ।

লেজারের নতুন এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৫৪৯ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি পরিচালনা করা হয়। সমীক্ষায় অংশগ্রহণকারী কুইবেকের ৭৬ শতাংশ নাগরিক স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন প্রদানের পক্ষে মত দিয়েছেন। এর মধ্যে শক্ত সমর্থন ব্যক্ত করেছেন ৫৭ শতাংশ নাগরিক। কুইবেকের স্বাস্থ্যকর্মীদের ১৫ অক্টোবরের মধ্যে উভয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিতে হবে। তা না হলে তাদের বেতন স্থগিত রাখা হবে।

- Advertisement -

স্বাস্থ্যকর্মীদের মধ্যে বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন প্রদানের পক্ষে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছেন ৫৫ বছর ও তার বেশি বয়সীরা। এই বয়স শ্রেণির ৮৯ শতাংশ নাগরিক এর পক্ষে মত দিয়েছেন। এ প্রস্তাবের প্রতি সবচেয়ে কম আগ্রহ দেখিয়েছেন ১৮ থেকে ৩৪ বছর বয়সীরা। কুইবেকে এ বয়স শ্রেণির মাত্র ৩৬ শতাংশ নাগরিক স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলকভাবে ভ্যাকসিনেশনের আওতায় আনার কথা বলেছেন। এলাকাভেদে শহরাঞ্চলে এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন ৮২ শতাংশ ও গ্রামাঞ্চলে ৬৩ শতাংশ মানুষ।

দ্য কানাডিয়ান প্রেস ও অ্যাসোসিয়েশন ফর কানাডিয়ান স্টাডিজের সঙ্গে যৌথভাবে সমীক্ষাটি পরিচালনা করেছে লেজার। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে দেশব্যাপী ভ্যাকসিন পাসপোর্ট চালুর পক্ষে মত দিয়েছেন ৭৯ শতাংশ কানাডিয়ান। এখন পর্যন্ত সাতটি প্রদেশ নাগরিকদের অ-জরুরি কর্মকা- বা সেবা ভ্যাকসিনেশনের পক্ষে প্রমাণপত্র প্রদর্শন বাধ্যতামূলক করেছে বা করার পরিকল্পনা করছে।

ভ্যাকসিন পাসপোর্টের প্রতি সবচেয়ে বেশি সমর্থন জানিয়েছেন আটলান্টিক কানাডার নাগরিকরা, ৮৫ শতাংশ। এরপর বেশি সমর্থন জানিয়েছেন ব্রিটিশ কলাম্বিয়ার নাগরিকরা ৮৪ শতাংশ। ভ্যাকসিন পাসপোর্টের প্রতি সবচেয়ে কম আগ্রহ আলবার্টায়। প্রদেশটির ৬৩ শতাংশ নাগরিকের দেশব্যাপী ভ্যাকসিন পাসপোর্ট চালুর পক্ষে মত রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles