9.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

Madeleine Albright : যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন - the Bengali Times

ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।

১৯৯৬ সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অলব্রাইটকে আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসেবে বেছে নেন ও তিনি ক্লিন্টন প্রশাসনের শেষ ৪ বছর একই পদে অধিষ্ঠিত ছিলেন।

এর আগে, জাতিসংঘে ক্লিন্টনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেসময়ে তিনি ছিলেন যুক্তরাষ্ট্র সরকারের ইতিহাসে সর্বোচ্চ পদমর্যাদা সম্পন্ন প্রথম নারী।

তার পরিবার টুইটারে জানিয়েছে, ‌‘তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলেমিশে ছিলেন। আমরা একজন স্নেহময়ী মা, দাদি, বোন, খালা এবং বন্ধুকে হারিয়েছি’।

২০১২ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা অলব্রাইটকে স্বাধীনতা পদক দেন। যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান।

পদক প্রদান অনুষ্ঠানে ওবামা বলেন, ‘তার জীবন সব আমেরিকানের জন্য একটি অনুপ্রেরণা। ’

১৯৫৯ সালে আমেরিকার ওয়েলেসলি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন অলব্রাইট। একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন অলব্রাইট। পরে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে ১৯৬৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি ও পরে ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন অলব্রাইট।

- Advertisement -

Related Articles

Latest Articles