4.9 C
Toronto
মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

‘ফিলিস্তিনীদের সম্পর্কে কানাডায় যে কথা চালু আছে তা অতিরঞ্জিত’

কোয়ালিশন অব কানাডিয়ান প্যালেস্টাইন অর্গানাইজেশন্স

জুমে কোয়ালিশন অব কানাডিয়ান প্যালেস্টাইন অর্গানাইজেশন্স আয়োজিত সম্মেলনে আলোচকরা ফিলিস্তিনীদের সংগ্রামকে আলোচনার মধ্যে রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। কুইন্স সলিডারিটি ফর প্যালেস্টিনিয়ান হিউম্যান রাইটসের (এসপিএইচআর) একজন প্রতিনিধি বলেন, যে পণ্য থেকে কোনো কোম্পানি মুনাফা করে তা কেনা থেকে বিরত থাকা এবং বিক্ষোভে অংশ নেওয়া ও স্থানীয় এমপির কাছে লেখা যে কারো ব্যক্তিগত পছন্দ। সেই সঙ্গে ফিলিস্তিনী কানাডিয়ানদের যেসব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তার ওপরও আলোকপাত করেন তারা। বৃহস্পতিবার রাতে জুমে কোয়ালিশন অব কানাডিয়ান প্যালেস্টাইন অর্গানাইজেশন্স আয়োজিত সম্মেলনে এ অভিমত ব্যক্ত করেন বক্তারা। দ্য কানাডিয়ান প্রেসের বরাতে জানা যায়, ২৫০ জনের বেশি অংশগ্রহণকারী আলোচনা অনুষ্ঠানটি শোনেন। এনডিপি এমপি ম্যাথিউ গ্রিন ও এনডিপি এমপি প্রার্থী বেইসান জুবিসহ একাধিক অতিথি তাদের বক্তব্য তুলে ধরেন।

দ্বিতীয় প্যানেলিস্ট ড. মার্ক আয়াশ বলেন, সেন্সরশিপ ও বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে ফিলিস্তিনী কানাডিয়ানরা নিজেদেরকে ফিলিস্তিনী পরিচয় দিতে অন্য ফিলিস্তিনীদের সহায়তা করতে দ্বিধান্বিত থাকেন। ফিলিস্তিনীদের সম্পর্কে কানাডায় যে কথা চালু আছে তা অতিরঞ্জিত এবং সাধারণ মানুষ এ সম্পর্কে অজ্ঞ। কানাডিয়ানরা ফিলিস্তীনের সম্পর্কে আলোচনা থেকে বিরত থাকেন। কারণ, তারা এ ব্যাপারে যথেষ্ট পরিমাণে জানেন না। এ অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন। ফিলিস্তিনীদের নিয়ে কানাডার গণমাধ্যম যেভাবে খবর প্রচার করে তারও সমালোচনা করেন আয়াশ।

অপরিচিতজনদের কাছ থেকে যেভাবে বর্ণবাদী মন্তব্যের শিকার হতে হয় এবং হাসি ঠাট্টার মুখে পড়তে হয় তা নিয়ে কথা বলেন কিচেনার থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বেইসান জুবি। ফিলিস্তিনপন্থী হওয়া যে অ্যান্টি সেমিটিক নয় সেটিও জোর দিয়ে বলেন জুবি ও অন্য আলোচকরা।

- Advertisement - Visit the MDN site

Related Articles

- Advertisement - Visit the MDN site

Latest Articles