7.7 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভারত ও পাকিস্তানের ফ্লাইট কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা

ভারত ও পাকিস্তানের ফ্লাইট কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা
ছবি সিটিভি নিউজের সৌজন্যে

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে কানাডা সরকার ভারত ও পাকিস্তানের সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে। বাইরের দেশ থেকে যেন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসতে না পারে সেজন্য এ সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। উভয় দেশে করোনায় সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ফেডারেল সরকার পরবর্তী এক মাসের জন্য ভারত ও পাকিস্তান থেকে আগত ফ্লাইট স্থগিত করেছে।

পরিবহনমন্ত্রী ওমর আলঘব্রা বলেন, ভারত ও পাকিস্তান থেকে কানাডায় আগত বিমানের যাত্রীদের মধ্যে বেশি সংখ্যক কোভিড -১৯ শনাক্ত হওয়ায় সেসব দেশ থেকে সরাসরি যাত্রী বিমান চলাচল বন্ধ করার জন্য এয়ারম্যানকে বা নোটমকে নোটিশ দেওয়া হয়েছে।

- Advertisement -

তিনি আরও বলেন, উভয় দেশ থেকে সমস্ত বাণিজ্যিক এবং ব্যক্তিগত যাত্রী বিমান নিষিদ্ধ থাকবে, তবে বিশেষত ভ্যাকসিন এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামের চালনা অব্যাহত রাখতে পারে তা নিশ্চিত করার জন্য কার্গো ফ্লাইটগুলির অনুমতি দেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles