9.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ড. মহানামব্রত ব্রহ্মচারী এবং

ড. মহানামব্রত ব্রহ্মচারী এবং
ড মহানামব্রত ব্রহ্মচারী এবং

ড. মহানামব্রত ব্রহ্মচারীর (১৯০৪-১৯৯৯) নাম খুব বেশি বাঙালি জানেন, তা কিন্তু নয়। বৈষ্ণব এই ধর্মগুরু ধর্মীয় জ্ঞানচর্চায় তাঁর প্রগাঢ়তার কারণেই সেই ১৯৩৩ সালে ‘ওয়ার্ল্ড ফেলোশিপ অব ফেইথস’ নামের সংগঠনের আহ্বানে সুদূর আমেরিকার শিকাগো শহরে এসেছিলেন। আমেরিকায় পাঁচ বছর আট মাস থাকাকালে মোট ৪০০টির মতো বক্তৃতা করেন।

তিন বছর আগে তাঁকে নিয়ে প্রথম লিখি। এরপর মাঝে মাঝেই তাঁকে নিয়ে পড়তে পড়তে তাঁর লেখা প্রায় সব বই, তাঁকে নিয়ে লেখা জীবনী পড়ে ফেলি। এবং এক সময় আবিষ্কার করি আমেরিকার অন্তত দুজন গুরুত্বপূর্ণ কবি-দার্শনিকের ওপর তাঁর প্রভাব।

- Advertisement -

এরপরেই পূর্ণাঙ্গ একটি বইয়ের দিকে ধেয়ে যেতে থাকে আমার লেখা।

প্রিয় শিল্পী মোস্তাফিজ কারিগর আমার আহবানে সাড়া দিয়ে অর্থপূর্ণ এই প্রচ্ছদ করে দিয়ে আবারও আমাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন। সকল বন্ধুর স্নেহপুর্ণ দৃষ্টি প্রত্যাশা করি।

- Advertisement -

Related Articles

Latest Articles