8 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

শিশুদের ওপর ফাইজারের ভ্যাকসিনের পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক

শিশুদের ওপর ফাইজারের ভ্যাকসিনের পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক
ভ্যাকসিন উপাত্ত হেলথ কানাডায় পাঠানো হয়েছে

ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ১২ বছর ও তার বেশি বয়সীদের প্রয়োগ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিন্ডারগার্টেন ও এলিমেন্টারি স্কুলগামী ২ হাজার ২০০ শিশুর ওপর স্বল্প মাত্রায় ভ্যাকসিন ডোজ নিয়ে গবেষণা চালিয়েছে ফাইজার। ফলাফলে টিনএজার ও তরুণদের মতোই শিশুদের মধ্যেও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। মডার্নাও এলিমেন্টারি স্কুলগামী শিশুদের ওপর গবেষণা পরিচালনা করছে। আর ছয় মাস বয়সীদের ওপর ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে গবেষণা পরিচালনা করছে ফাইজার ও মডার্না উভয়েই। এ বছরের শেষের দিকে এর ফলাফল পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, শিশুদের ওপর ভ্যাকসিন প্রয়োগের অনুমোদনের জন্য এর কার্যাকারিতা সংক্রান্ত উপাত্ত যত দ্রুত সম্ভব হেলথ কানাডার কাছে উপস্থাপন করবে বলে জানিয়েছে ফাইজার কানাডা। সোমবার প্রতিষ্ঠানটি বলেছে, তাদের ভ্যাকসিন ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর কাজ করছে এবং এই বয়স শ্রেণির শিশুদের ওপর ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রেও আবেদন করবে তারা।

- Advertisement -

কানাডায় কোম্পানির কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর ক্রিস্টিনা অ্যান্টোনিও বলেন, শিশুদেরকে যাতে ভ্যাকসিনেশনের আওতায় আনা সম্ভব হয় সে লক্ষ্যে জরুরিভিত্তিতে উপাত্ত সরবরাহের বিষয়টি তারা বলছেন। ঠিক কবে নাগাদ তথ্য-উপাত্ত জমা দেওয়া হবে সে ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি। তবে ভ্যাকসিন উপাত্ত হেলথ কানাডায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ফাইজার।

চিকিৎসকরা শিশুদের ওপর ফাইজারের ভ্যাকসিনের পরীক্ষার ফলাফলকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন। তবে সতর্কতাও ব্যক্ত করেছেন তারা। ম্যানিটোবার কোভিড-১৯ ভ্যাকসিন ইমপ্লিমেন্টেশন দলের প্রধান ডা. রস রেইমার বলেন, এটা ঠিক কতটা সুরক্ষা দিতে সক্ষম ও পাশর্^প্রতিক্রিয়া কতখানি এই মুহূর্তে আমরা সেটা আমরা জানি না। এ নিয়ে পরিকল্পনার খুবই প্রাথমিক পর্যায়ে আছি আমরা। তবে শিশুদের ক্ষেত্রে ফাইজারের ভ্যাকসিন হেলথ কানাডা অনুমোদন দিলে সে অনুযায়ী পরিকল্পনা তৈরির কাজ আমাদের দল শুরু করে দিয়েছে। এ ভ্যাকসিন স্কুলে দেওয়া হতে পারে অথবা বিকল্প কোনো ক্লিনিকেও দেওয়া হতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles