16.9 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

‘আমি মনেপ্রাণে একজন মুসলিম, হিজাবে নয়’

‘আমি মনেপ্রাণে একজন মুসলিম, হিজাবে নয়’ - the Bengali Times
আরোসা পারভেজ

ভারতের কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্কের মধ্যে, জম্মু ও কাশ্মীরের এক তরুণী উঠে এসেছেন আলোচনায়। তার নাম আরোসা পারভেজ। তিনি হিজাব না পরার জন্য সামাজিক মাধ্যমে ট্রোলড হয়েছেন। হিজাব ছারা তার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

শ্রীনগরের এলাহিবাগ এলাকার আরোসা পারভেজ সেখানকার বিজ্ঞান বিভাগ থেকে রেকর্ড নাম্বার নিয়ে পাস করায় জেলা প্রশাসন তাকে সংবর্ধণা দেয়।

- Advertisement -

ওই নারী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘হিজাব পরা বা না পরা তাদের ধর্ম বিশ্বাসকে সংজ্ঞায়িত করে না। হতে পারে, আমি আল্লাহকে তাদের (যারা ট্রল করছেন) চেয়ে বেশি ভালোবাসি। আমি মনেপ্রাণে একজন মুসলিম, হিজাবে নয়’।

কর্ণাটকের বিজেপি নেতা সি.টি. রবি টুইটারে পারভেজের প্রশংসা করে বলেছেন, ‘এটা সাহসের মুখ!’

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট একাধিকবার ফোন করে এবং হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে আসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পায়নি বলে জানায়।

- Advertisement -

Related Articles

Latest Articles