10.4 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিল আইপিএলের ২ দল, দাবি শিশিরের

সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিল আইপিএলের ২ দল, দাবি শিশিরের - the Bengali Times
সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশির পুরোনো ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) এবার দল পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল রোববার পর্যন্ত নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ তাকে দলে নেয়নি। ফলে এবার আর তার আইপিএল খেলা হচ্ছে না।

নিলামের দ্বিতীয় দিনেও সাকিবের নাম ডাকা হয়েছিল, কিন্তু আগ্রহ দেখায়নি কোনো দল। ব্যাপারটি অবাক করেছে অনেককেই। বিশেষ করে তার বর্তমান ফর্ম বিচার করে। টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিজ্ঞতা আর রেকর্ড যেমন, তাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দল না পাওয়াটা বেশ অপ্রত্যাশিত। এরপর থেকে চারদিকে শুরু হয় আলোচনা-সমালোচনা।

- Advertisement -

আলোচনা-সমালোচনার মধ্যেই সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির একটি পোস্ট দিয়ে বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছেন। শিশির লিখেছেন, ‘নিলামে কোনো দল তাকে না নিলেও আইপিএলের দুটি দল নাকি সরাসরি সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিল। খুব বেশি উত্তেজিত হওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, বেশ আগেই দুটি দল সরাসরি যোগাযোগ করেছিল। তারা জানতে চেয়েছিল, সাকিব পুরো মৌসুম তাদের হয়ে খেলতে পারবে কি না!’

শিশির মনে করেন, ‘আইপিএলে সাকিব দল পায়নি বলেই যে তার আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে গেছে, সেটা ঠিক নয়। দল পেলে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে থাকতে পারতেন না। তখন সবাই তাকে “বিশ্বাসঘাতক” বলতেন কিনা, আইপিএলে দল না পাওয়া খুব বড় বিষয় নয়। এবার পায়নি, পরের বছর পাবে। দল পেলে তাকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মিস করতে হতো। তখন কি সবাই একই কথা বলতেন? তাকে বিশ্বাসঘাতক বানাতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত!’

- Advertisement -

Related Articles

Latest Articles