10.6 C
Toronto
শুক্রবার, মে ৩, ২০২৪

ডিজিটাল রুপিতে ভিক্ষা নেন ভিক্ষুক!

ডিজিটাল রুপিতে ভিক্ষা নেন ভিক্ষুক! - the Bengali Times
ডিজিটাল মুদ্রায় ভিক্ষা নেন রাজু প্যাটেল

দাতাদের সুবিধার্থে নগদ টাকার পাশাপাশি ডিজিটাল মুদ্রায় ভিক্ষা নেন রাজু প্যাটেল নামে এক ভিক্ষুক। এই জন্য তিনি রীতিমত গলায় একটি কিউআর কোর্ড ঝুলিয়েছেন। হাতে রেখেছেন একটি ট্যাব। এর মাধ্যমে তিনি ফোনপে নামের একটি অ্যাপও ব্যবহার করেন ভিক্ষা নেন। এমন ঘটনা দেখা গেছে ভারতের বিহার রাজ্যের বেত্তিয়াহ রেলস্টেশনে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের খবরে এই তথ্য জানানো হয়।

- Advertisement -

এএনআইয়ের খবরে বলা হয়েছে, ৪০ বছর বয়সী রাজু প্যাটেল একজন ‘ডিজিটাল ভিখারি’। যিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের একজন সমর্থক। এই ডিজিটাল ভিক্ষুক দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইনে’ উদ্বুদ্ধ হয়ে নতুন এই পন্থায় ভিক্ষা করছেন বলে দাবি করেন। রাজু প্যাটেল নামে ওই ভিক্ষুক বলেন, তিনি কখনো নরেন্দ্র মোদীর ‘মান কী বাত’ রেডিও অনুষ্ঠান শুনতে ভুল করেন না।

ওই ভিক্ষুকের দাবি তিনি ছোটবেলা থেকে এই স্টেশনে ভিক্ষা করছেন। যুগের চাহিদার পরিপ্রেক্ষিতে তিনি ভিক্ষা নেওয়ার ক্ষেত্রে এই পরিবর্তন এনেছেন। আর এতেই তার পেট ভরছে, বেশ ভালোভাবেই।

- Advertisement -

Related Articles

Latest Articles