15.3 C
Toronto
শনিবার, মে ১৮, ২০২৪

অন্টারিওতে মাস্ক পরার বিধান শিগগিরই উঠছে না

অন্টারিওতে মাস্ক পরার বিধান শিগগিরই উঠছে না - the Bengali Times
অন্টারিওতে চলমান বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিধান শিগগিরই উঠছে না বলে জানিয়েছেন প্রিমিয়ার ডগ ফোর্ড

অন্টারিওতে চলমান বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিধান শিগগিরই উঠছে না বলে জানিয়েছেন প্রিমিয়ার ডগ ফোর্ড। বেলেভিল রেডিও স্টেশন সিজেবিকিউয়ের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করার যে ঘোষণা তিনি দিয়েছেন সে ব্যাপারেও অনুষ্ঠানে জানতে চাওয়া হয় তার কাছে।

ডগ ফোর্ড বলেন, আমি শাটডাউনের পক্ষে নই এবং স্বাভাবিকতায় ফিরতে চাই। তবে এটা আমি করতে চাই সঠিকভাবে ও সতর্কতার সঙ্গে। এ কারণেই প্রতিটি রিওপেনিং ধাপের মধ্যে ২১ দিন ব্যবধান রাখা হয়েছে।

- Advertisement -

বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিধান তুলে নেওয়া হবে কিনা জানতে চাইলে প্রিমিয়ার বলেন, শিগগিরই যে এমনটা হবে সেটা আমি বলতে পারছি না। এটা সত্যিই মানুষকে সুরক্ষা দিচ্ছে। যদিও এটা সারা বছর বলবৎ থাকবে না।

সীমিত ধারণক্ষমতায় ৩১ জানুয়ারি থেকে রেস্তোরাঁ, জিম ও সিনেমা হল খুলতে শুরু করেছে। মধ্য মার্চের মধ্যেই এ ধরনের সব ব্যবসা উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রিমিয়ার ফোর্ডের। ওমিক্রনের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে এসব বিধিনিষেধ আরোপ করা হয়।

মঙ্গলবার অন্টারিওর হাসপাতালগুলোতে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগী ছিলেন ৪ হাজার ৮ জন। এছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছিলেন ৬২৬ জন। আগের দিন হাসপাতালে ভর্তি রোগী ছিলেন ৩ হাজার ৮৬১ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৬১৫ জন। তবে অন্টারিওর সব হাসপাতাল সাপ্তাহিক প্রতিবেদন দেয়নি। এছাড়া মঙ্গলবার অন্টারিওতে কোভিড-১৯ এ আক্রান্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে।

প্রদেশে এদিন নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হন ৩ হাজার ৪২৪ জন। তবে কোভিড পরীক্ষা নীতিতে পরিবর্তন আনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে জানিয়েছে অন্টারিও জনস্বাস্থ্য বিভাগ। পরিচালনগত সমস্যার কারণে ওইদিন পর্যন্ত বন্ধ ছিল অন্টারিওর ১১টি স্কুল। আগে যেখানে সংখ্যাটি ছিল ১৬। এছাড়া অন্টারিওতে ৫ বছর ও তার বেশি বয়সী ৮৯ শতাংশ নাগরিক অন্তত এক ডোজ ভ্যাকসিন পেয়েছেন। দুই ডোজ ভ্যাকসিন পেয়েছেন ৮৩ শতাংশ অন্টারিওবাসী।

This article was written by Sohely Ahmed Sweety as part of the Local Journalism Initiative.

- Advertisement -

Related Articles

Latest Articles