10.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জামিন পেলেন শাবিপ্রবির সেই ৫ শিক্ষার্থী

জামিন পেলেন শাবিপ্রবির সেই ৫ শিক্ষার্থী - the Bengali Times

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ জোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সাবেক পাঁচ শিক্ষার্থীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সুমন ভুইয়া তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

- Advertisement -

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের সখিপুর দারিপাকা গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে হাবিবুর রহমান খান (২৬), বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের মুইন উদ্দিনের ছেলে রেজা নুর মুইন (৩১), খুলনার সোনাডাঙ্গার মিজানুর রহমানের ছেলে এ এফ এম নাজমুল সাকিব (৩২), রাজধানীর মিরপুরের মাজার রোডের জব্বার হাউসিং বি-ব্লকের ১৭/৩ বাসার এ কে এম মোশাররফের ছেলে এ কে এম মারুফ হোসেন (২৭) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার নিয়ামতপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ফয়সল আহমেদ (২৭)। এদের মধ্যে নাজমুল সাকিব করোনা আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত দুদিনে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। পরে গতকাল মঙ্গলবার বিকেলে তাদের সিলেটে এনে মামলার পর জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles