4.8 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

কানাডায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণে ৬ জনের মৃত্যুর শঙ্কা

কানাডায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণে ৬ জনের মৃত্যুর শঙ্কা

কানাডার অটোয়াতে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ভবনটিতে উদ্ধার কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

- Advertisement -

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অটোয়ার নেপিয়ানে বৃহস্পতিবার বিকেলে বিস্ফোরণের পর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটিতে থাকা আরও পাঁচজনকে উদ্ধারের চেষ্টা করছে। নিখোঁজদের চারজন পুরুষ ও একজন নারী রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের আর জীবিত উদ্ধার করা সম্ভব নয়।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, হাসপাতালে ভর্তি একজন মারা গেছেন। আরেকজনের অবস্থা গুরুতর। তবে আহত একজনকে চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। ভবনে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন অটোয়ার মেয়র জিব ওয়াটসন। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে অটোয়ার মেয়র অফিস।

- Advertisement -

Related Articles

Latest Articles