5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

লাগাতার আন্দোলনের ইঙ্গিত বিএনপির, পাল্টা হুঁশিয়ারি আ. লীগের

লাগাতার আন্দোলনের ইঙ্গিত বিএনপির, পাল্টা হুঁশিয়ারি আ. লীগের - the Bengali Times
<span style=vertical align inherit><span style=vertical align inherit>File picture<span><span>

The party is holding programs in different parts of the country demanding medical treatment of BNP chairperson Begum Khaleda Zia abroad. The BNP has also hinted at continuous movement. In this situation, the Awami League has warned to counter the issue politically.

14 years out of power. He has always stumbled even after agitating on various issues. The BNP, which has been languishing, has been agitating for a long time to demand medical treatment for Khaleda Zia abroad and the fall of the government. However, the top leaders of the party are talking about a continuous program to realize their demands due to lack of success. They have said that they have improved their preparations for this. He says they want to release Begum Zia and bring down the government at the same time.

- Advertisement -

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, লাগাতার আন্দোলন হবে। আর এ আন্দোলন বেগবান হবে এটা আমি একদম জোর দিয়ে বলতে পারি। রাজপথে কোনো আন্দোলন রক্ত রঞ্জিত ছাড়া সফল হয় না।

এদিকে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, বিএনপি দেশবিরোধী রাজনীতিতে বিশ্বাসী, তারা জনগণের সহানুভূতি পেতে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির ধারাটাই হলো সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে ইতিবাচক চিন্তাচেতনা দরকার, তারা সেখানে সম্পৃক্ত হতে পারছে না। তারা যতই উল্টা পথে চলবে, তারা ততই বিভ্রান্তির বেড়াজালে আবর্তিত হবে। এটা তাদের দলকে অস্তিত্বহীন করে দিয়েছে। অস্তিত্বহীন বিরোধী দলের প্রয়োজন বাংলাদেশে নেই।

আন্দোলনের নামে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন দলের নেতারা।

Mahbubul Alam Hanif, joint general secretary of the Awami League, said that if anyone wants to create an unstable environment in the country, then the moral responsibility of the Awami League will be to deal with them politically. The government will not tolerate the loss of human life and property.

The leaders called upon the BNP to return to constructive politics by avoiding the path of violence.

- Advertisement -

Related Articles

Latest Articles