15 C
Toronto
মঙ্গলবার, মে ৭, ২০২৪

বৈধ মানি চেঞ্জারের নতুন তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

বৈধ মানি চেঞ্জারের নতুন তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

কারসাজি করে ডলার সংকট তৈরি ও অর্থ পাচারের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছে অবৈধ মানি চেঞ্জারগুলো। এমন পরিস্থিতিতে সারা দেশের বৈধ মানি চেঞ্জারের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকায় স্থান পেয়েছে ২৩৫টি মানি চেঞ্জার প্রতিষ্ঠান।

- Advertisement -

বৃহস্পতিবার (১০ নভেম্বর) জনসাধারণকে সতর্ক করার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মানি চেঞ্জার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এমন বিভিন্ন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈধ মানি এক্সচেঞ্জের অনুমতি প্রদান করে। সচেতনতার লক্ষ্যে অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের হালনাগাদ তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.bb.org.bd/mediaroom/notice/moneychangers.pdf) প্রকাশিত হয়েছে।

আর্থিক ও আইনগত ঝুঁকি এড়াতে অবৈধ মানি চেঞ্জারের সঙ্গে যেকোনো প্রকার লেনদেন না করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা কোনো অভিযোগ থাকলে ১৬২৩৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles