2.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

এ সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো : সুবাহ

এ সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো : সুবাহ - the Bengali Times
<span style=vertical align inherit><span style=vertical align inherit>Elias Hossain and Shah Humaira Subah <span><span style=vertical align inherit>Old picture<span><span>

Model and actress Shah Humaira Subah got married to singer Ilyas Hossain on the 1st of this month. They have been criticized since the marriage. The hue and cry begins in the net world. This time Subah himself poured ghee on the fire of that criticism. He has posted various allegations against Elias on his Facebook page.

ইলিয়াসের সঙ্গে সংসার করা সম্ভব না, সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো এ ধরনের নানা বিষয় তুলে ধরে সুবাহ তার পোস্টে লিখেছেন, ‘প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন নিয়ে গায়ে হলুদ করে হাসিখুশিভাবে বিয়ে করে সংসার করার জন্য; বাচ্চা জন্ম দেয় মা হওয়ার জন্য। আমার সঙ্গে বিয়ের পরে ইলিয়াস আর কারিনের এমন কিছু রেকর্ড শুনেছি যেগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এসব শুনে আসলেই ওর সঙ্গে থাকা সম্ভব না। এর থেকে মরে যাওয়া ভালো। কিন্তু কিছু ছেলে আছে বিয়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয়।’

- Advertisement -

তিনি আরও লিখেছেন, ‘সব মেয়ে হাসিমুখে গরিব স্বামীর সঙ্গে সংসার করতে পারে। কমদামি কাপড় পড়ে লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে। কিন্তু যখন কোনো স্বামী বেইমানি করে; অন্য মেয়ের কাছে বউয়ের নামে মিথ্যা কথা বলে সম্পর্ক রাখে, যার …………।’

‘I was stupid, I was blind, maybe I believed in love again, so I got married. My only mistake is. I don’t know why I got married. Do you have to pay compensation for this mistake now? Or is it possible to give while alive? ‘

‘I am in a lot of pain, I can’t stand anything else. You tell me what should I do? Should I die of poison, or should I just accept it? ‘

- Advertisement -

Related Articles

Latest Articles