-13.8 C
Toronto
শনিবার, জানুয়ারী ২২, ২০২২

রিজওয়ান রহমান ল পিসি নিবেদিত শুভ সকাল

- Advertisement -
ডলি বেগম এমপিপি এবং অজন্তা চৌধুরী

আগামী ১ জানুয়ারি রিজওয়ান রহমান ল পিসি’র সৌজন্যে প্রচারিত হবে কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির শুভ সকালের আগামী পর্ব। এখন থেকে প্রতি মাসের শেষ শনিবারে প্রচারিত হবে এনআরবি শুভ সকালের নতুন পর্ব। বরাবরের মতো বিনোদনধর্মী এই আয়োজনে থাকছে বাণী চিরন্তনী, ছুটির দিনের গান, ছুটির ফাঁদে ও ছুটির দিনের আড্ডা। ছুটির দিনের আড্ডা পর্বে অতিথি ছিলেন স্কারবোরো সাউথয়েস্টের এমপিপি ডলি বেগম। এই আলাপচারিতায় উঠে এসেছে ২০১৮ সাল থেকে এই পর্যন্ত তার সকল কাজের বিস্তারিত, কমিউনিটি ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনার কথা।

অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় এনআরবি টিভির নিয়মিত উপস্থাপিকা, কমিউনিটির জনপ্রিয় মুখ অজন্তা চৌধুরী। চোখ রাখুন এনআরবি টিভির পর্দায়, প্রবাসে বাংলার মুখ। আর আপনিও উপভোগ করুন রিজওয়ান রহমান ল পিসি’র সৌজন্যে এনআরবি শুভ সকাল এর নতুন আয়োজন।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles