23.3 C
Toronto
বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

বিচারক হিসেবে ইতিহাসে নতুন রেকর্ড

বিচারক হিসেবে ইতিহাসে নতুন রেকর্ড - the Bengali Times
অভিনেত্রী ঊর্বশী রাউতেলা

ভারতীয় মডেল এবং অভিনেত্রী ঊর্বশী রাউতেলা একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছেন। সম্প্রতি ‘মিস ইউনিভার্স ২০২১’ এর বিচারকের আসনে দেখা গেছে তাকে। ‘মিস ইউনিভার্স’ এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিচারক হিসেবে ঊর্বশী নতুন রেকর্ড সৃষ্টি করলেন।

এ বছর ইসরায়েলে ‘মিস ইউনিভার্স’ এর আসর বসেছিল। ভারতের হারনাজ সান্ধুর মাথায় মিস ইউনিভার্স- এর মুকুট উঠেছে এ বছর। ২১ বছর পর ভারত আবার এ খেতাব জয় করল।

- Advertisement -

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকের আসনে উজ্জ্বল ছিলেন ভারত থেকে ঊর্বশী রাউতেলা। আর ‘মিস ইউনিভার্স’ এর বিচারক হিসেবে এই বলিউড রূপসী ভারতীয় মুদ্রায় ৮ কোটি রুপি পেয়েছেন বলে জানা গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা।

সম্প্রতি ঊর্বশী তার আরেকটি খুশির খবর জানান। ইনস্টাগ্রামে তাকে অনুসরণকারীর সংখ্যা ৪৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে আর তাতে দারুণ খুশি তিনি। সম্প্রতি এই অভিনেত্রী সায়েন্স ফিকশনের উপর নির্মিত তামিলের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তার এ ছবির বাজেট ২০০ কোটি রুপি। ঊর্বশীকে এ সিনেমায় আইআইটির এক ছাত্রীর ভূমিকায় দেখা যাবে।

এ ছাড়া ‘ব্ল্যাক রোজ’ ছবিতে অভিনয় করছেন তিনি। ঊর্বশীকে এবারে ওয়েব সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ’ এ দেখা যাবে। সিরিজে তার বিপরীতে আছেন রণদীপ হুদা। ইন্সপেক্টর অবিনাশ মিশ্রর স্ত্রী পুনম মিশ্রর চরিত্রে ঊর্বশী অভিনয় করছেন। ওয়েব সিরিজটি দোর্দণ্ড প্রতাপ পুলিশ ইন্সপেক্টর অবিনাশ আর স্ত্রীর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

- Advertisement -

Related Articles

Latest Articles