17.2 C
Toronto
বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

ঐশ্বরিয়ার আবেগী পোস্ট

 

ঐশ্বরিয়ার আবেগী পোস্ট - the Bengali Times
ঐশ্বরিয়া রাই

বিদেশে টাকা পাচারের অভিযোগে পানামা পেপারসে নাম ওঠায় বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাইকে জেরা করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৫ ঘণ্টা জেরায় নায়িকাকে নানা প্রশ্নবাণে জর্জরিত করা হয়। এ নিয়ে বলিউডপাড়ায় আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে ঐশ্বরিয়ার পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ আবার সমালোচনায় মেতেছেন।

- Advertisement -

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, পানামাকাণ্ডে আলোচনার মধ্যেই একটি আবেগী পোস্ট করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যেটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। খবর বলিউড হাঙ্গামা ও বলিউড বাবলের।

বচ্চন পরিবারের বধূর পোস্টটি অবশ্য ইডির জেরার বিষয়ে নয়। বাবা-মায়ের বিয়ের ৫২তম বার্ষিকী উপলক্ষ্যে বুধবার (২২ ডিসেম্বর) রাতে টুইটটি করেছেন তিনি। বাবা-মায়ের একটি ছবি শেয়ার করে টুইটে সাবেক মিস ইউনিভার্স লেখেন, ‘শুভ বিয়েবার্ষিকী প্রিয়তম। মা-বাবা তোমাদের বিয়ের বার্ষিকীতে অনেক অনেক ভালোবাসা। তোমাদের নিঃশর্ত ভালোবাসা ও স্নেহে আমি ধন্য। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।’

টুইটটির নিচে ২ লাখ ৩৩ হাজার ৫৪৪ জন টুইটার ব্যবহারকারী লাইক দিয়েছেন। মন্তব্য করেছেন ১০৩০ জন। ঐশ্বরিয়ার মা বৃন্দা রায় বেঁচে থাকলে তার বাবা কৃষ্ণরাজ রায় বহু আগেই তাকে ছেড়ে চলে গেছেন। ছবিতে ঐশ্বর্যের মা-বাবাকে পাশাপাশি দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে। দুজনের মুখে চওড়া হাসি।

- Advertisement -

Related Articles

Latest Articles