26.4 C
Toronto
মঙ্গলবার, মে ২১, ২০২৪

আমির-ফাতিমা সানাকে নিয়ে এ কী কাণ্ড!

আমির-ফাতিমা সানাকে নিয়ে এ কী কাণ্ড! - the Bengali Times
ছবি সংগৃহীত

বলিউডের মিষ্টার পারফেকশনিস্ট বলতে আমরা যাকে বুঝি তিনি হলেন আমির খান। বলিউডে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। ক্যারিয়ারে সফলতা পেলেও দাম্পত্য জীবনে ভাগ্য সঙ্গ দেয়নি তাকে।

সম্প্রতি তিনি তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছেন। নেটিজেনদের দাবি বলিউডের উঠতি নায়িকা ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমে মজেছেন তিনি। এর পরেই গুঞ্জন উঠে তৃতীয় বিয়ে করবেন শিগগিরই। এসব গুঞ্জনের আগুনে যেন ঘি ঢেলে দেয় এক ছবি। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়েছে।

- Advertisement -

ভাইরাল হওয়া সেই ছবিতে আমির ও ফাতিমা সানা শেখকে একসঙ্গে দেখা গেছে। পোস্টটিতে দাবি করা হয়েছে, ফাতিমা সানা শেখকে গোপনে তৃতীয় বিয়ে করেছেন আমির! তবে ছবিটি যে ফটোশপে এডিট করা তার প্রমাণ পাওয়া গিয়েছে।

আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বাগদানের অনুষ্ঠানে সাবেক স্ত্রী কিরণকে নিয়ে হাজির হয়েছিলেন আমির। তাদের ছবিটি এডিট করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে। এতে কিরণের পরিবর্তে ফাতিমা সানা শেখের মুখ বসানো হয়েছে। আর এই ছবিটিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
দ্বিতীয় স্ত্রী প্রযোজক ও নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে বিচ্ছেদের সময়ই গুঞ্জন উঠেছিল এক অভিনেত্রী ফাতিমা সানার সঙ্গে আমিরের ঘনিষ্ঠতার কারণেই তাদের সংসারে ভাঙন ধরেছে। ্ফাতিমা সানা শেখ ‘দঙ্গল’ সিনেমায় আমিরের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় তাকে নায়িকা হিসেবে বেছে নেন আমির। তখনই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

বলিউড সুপারস্টার আমির খান তার প্রথম স্ত্রী রিনার সঙ্গে ২০০২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন। এর পর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। স্ত্রী-সন্তান নিয়ে সুখেই সংসার করছিলেন তিনি। কিন্তু সেই সংসারও টেকেনি। চলতি বছরের ৩ জুলাই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। দু’জনের সম্মিলিত সিদ্ধান্তে তারা আলাদা হয়েছেন।

তবে দাম্পত্য জীবনে বিচ্ছেদ হলেও মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। সবশেষ ছেলে আজাদের জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছে তাদের এক সঙ্গে। বিচ্ছেদের সময়ই আমির খান-কিরণ রাও জানিয়েছিলেন, তারা ছেলে আজাদের জন্য সব সময়ই পাশে থাকবেন। আর সে কারণেই হয়তো দুজনকে একসঙ্গে দেখা যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles