4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশকে ৮৫০ কোটি টাকা ঋণ দেবে দ. কোরিয়া

বাংলাদেশকে ৮৫০ কোটি টাকা ঋণ দেবে দ. কোরিয়া - the Bengali Times

করোনা মহামারির কারণে অর্থনীতির ওপর দিয়ে যাওয়া নেতিবাচক প্রভাব সামাল দিতে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ ৮৫০ কোটি টাকা।

- Advertisement -

গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ বিষয়ে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ‘প্রোগ্রাম লোন ফর সাস্টেইনেবল ইকোনমিক রিকোভারি প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-১)’ শিরোনামের এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য কোরিয়ার এক্সিম ব্যাংক বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে।

বছরে এ ঋণের সুদহার হবে ০.০৫ শতাংশ। মোট ৪০ বছরের মধ্যে এই লোন পরিশোধ করতে হবে। তবে গ্রেস পিরিয়ড হবে ১৫ বছর।

এই ঋণচুক্তিটিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ছিলেন ইআরডির অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিলেন কোরিয়া এক্সিম ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর কিম টে-সো।

১৯৯৩ সাল থেকেই বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সফট লোন দিয়ে আসছে কোরিয়া এক্সিম ব্যাংক।

- Advertisement -

Related Articles

Latest Articles