28.4 C
Toronto
শনিবার, জুন ২৫, ২০২২

জুতা সেলাইকারী বন্ধুর সঙ্গে গল্পে মজেছেন মাশরাফী; ছবি ভাইরাল

- Advertisement -

 

জুতা সেলাইকারী বন্ধুর সঙ্গে গল্পে মজেছেন মাশরাফী; ছবি ভাইরাল - The Bengali Times
ছবি সংগৃহীত

রবি দাস, পেশায় জুতা-স্যান্ডেল সেলাইকারী। তার আরও একটা পরিচয় আছে। তিনি দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বন্ধু। এই দুই বন্ধুর একটি ছবি বেশ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, বটগাছের নিচে জুতা সেলাই করছেন রবি, চারপাশে ছড়ানো পুরোনো ও ছেঁড়া জুতা। পাশেই হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্পে মজেছেন মাশরাফী।

মাশরাফীর বন্ধুসুলভ মনোভাবের কথা আগে থেকেই তার ভক্তদের জানা। সেটা মানুষ হোক, ক্রিকেটার হোক কিংবা সংসদ সদস্য— মাশরাফীর কোনো ব্যতিক্রম নেই। তারকা খ্যাতি পেলেও ছোটবেলার বন্ধুদের আজও ভুলে যাননি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। চিত্রটা বদলায়নি মাশরাফী সংসদ সদস্য হওয়ার পরও।

মাশরাফী ঢাকায় থাকলেও বন্ধুদের নিয়মিত খোঁজ নেন বলে জানা গেছে। আর এলাকায় গেলে তো কথা-ই নেই; বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাতের পাশাপাশি খোশ-গল্পে মেতে উঠেন।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles