2.1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

টরন্টোর সড়ক থেকে ডেলিভারি রোবট প্রত্যাহার

টরন্টোর সড়ক থেকে ডেলিভারি রোবট প্রত্যাহার - the Bengali Times
ডিভাইসটি নিষিদ্ধ করা হবে কিনা আগামী সপ্তাহে এ নিয়ে ভোটাভুটিতে যাবে টরন্টোর সিটি কাউন্সিল

খাবার সরবরাহের জন্য টরন্টোর সড়কগুলোতে বসানো রোবট তুলে নিয়েছে প্রযুক্তি কোম্পানি টাইনি মাইল। পার্শ্ব সড়কে এ ধরনের ডিভাইস নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে ভাবনা-চিন্তার মধ্যেই এ সিদ্ধান্ত নিলো কোম্পানিটি।

টাইনি মাইল বলছে, বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চায়। এ কারণেই সাময়িক সময়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

ডিভাইসটি নিষিদ্ধ করা হবে কিনা আগামী সপ্তাহে এ নিয়ে ভোটাভুটিতে যাবে টরন্টোর সিটি কাউন্সিল। নিষিদ্ধের বিষয়টি উত্থাপন করেছে টরন্টো অ্যাকসেসিবিলিটি অ্যাডভাইজরি কমিটি। কম দৃষ্টিশক্তি বা কম চলতে ফিরতে পারেন এমন ব্যক্তিদের পাশাপাশি জ্যেষ্ঠ নাগরিক ও শিশুদের জন্য ডিভাইসটি উপযোগী নয় বলে মত দিয়েছে কমিটি।

নিষেধাঞ্জার বিষয়টি গত সপ্তাহে প্রথম বাধাটি অতিক্রম করেছে। ওই সময় নগরীর অবকাঠামো ও পরিবেশ বিষয়ক কমিটি এটি অনুমোদন করে। কিন্তু টাইনি মাইল এ সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পিটিশন ছাড়বে।

ইন্সটাগ্রাম পেজে কোম্পানিটি বলেছে, যে সময় পর্যন্ত রোবটের ব্যবহার বন্ধ থাকবে সে সময়ের মধ্যে সাধারণ জনগণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে এ ব্যাপ্যারে মতামত নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles