-0.3 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

তিন ডোজে পুরোপুরি ভ্যাকসিনেটেডের স্বীকৃতি

তিন ডোজে পুরোপুরি ভ্যাকসিনেটেডের স্বীকৃতি - the Bengali Times
নতুন ভ্যারিয়েন্টের কারণে অন্টারিওর ভ্যাকসিন পাসপোর্ট ব্যবস্থা যে কেবল আরও দীর্ঘ সময় পর্যন্ত বলবৎ থাকবে তাই নয় পুরোপুরি ভ্যাকসিনেটেডের স্বীকৃতি পেতে তিন ডোজ ভ্যাকসিনও নিতে হবে

নতুন ভ্যারিয়েন্টের কারণে অন্টারিওর ভ্যাকসিন পাসপোর্ট ব্যবস্থা যে কেবল আরও দীর্ঘ সময় পর্যন্ত বলবৎ থাকবে তাই নয়, পুরোপুরি ভ্যাকসিনেটেডের স্বীকৃতি পেতে তিন ডোজ ভ্যাকসিনও নিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট শুক্রবার কুইন’স পার্কের সংবাদ সম্মেলনে এ পরিবর্তনের কথা জানান।

প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি ভালো হলে রেস্তোরাঁ, জিম ও অন্যান্য ইনডোর অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাকসিন পাসপোর্ট ব্যবস্থা ২০২২ সালের ১৭ জানুয়ারি তুলে নেওয়া হবে। যদিও অন্টারিও জনস্বাস্থ্য ভিবাগের চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুর পরিস্থিতিতে সঠিক মনে করছেন না। তিনি বলেন, আমরা সফল্য অর্জন করেছি তা অবশ্যই ধরে রাখতে হবে। সেই সঙ্গে কোভিডের বিরুদ্ধে লড়াই ও সংক্রমণ কমিয়ে রাখার কাজ জারি রাখতে হবে।

- Advertisement -

সংবাদ সম্মেলনে ডা. মুর বলেন, প্রদেশের পক্ষ থেকে উপাত্তগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং পুরোপুরি ভ্যাকসিনেটেডের সংজ্ঞায় পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। দুই ডোজের পরিবর্তে তিন ডোজকে পুরোপুরি ভ্যাকসিনেটেড হিসেবে ধরা হতে পারে। কোনটা সঠিক হবে তা পর্যালোচনা করে দেখছি আমরা।

১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো অন্টারিওবাসী আগামী ৪ জানুয়ারি থেকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ গ্রহণের যোগ্য বিবেচিত হবেন।

ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে অন্যান্য জনস্বাস্থ্য বিধি জোরদার করার দাবি প্রত্যাখ্যান করেছে অন্টারিও। অন্টারিওতে বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্তদের ১০ শতাংশ ওমিক্রমনে সংক্রমিত হয়েছেন। হাসপাতালের সক্ষমতা নিয়েও হুমকির কিছু নেই বলে জানান ডা. মুর। তিনি বলেন, আমার কাছে যা স্বস্তিদায়ক তা হলো অন্টারিওবাসীকে রক্ষায় আইসিইউর ধারণক্ষমতা এখনও যথেষ্ট পরিমাণে রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles