5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

নিকাব পরে শরীরচর্চা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল জর্ডানের তরুণী

নিকাব পরে শরীরচর্চা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল জর্ডানের তরুণী - the Bengali Times
আহলাম মোহাম্মদ আলী

আহলাম মোহাম্মদ আলী। জর্ডান থেকে মাত্র ৯ মাস বয়সে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন। তিনি এখন মুসলিম নারীদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শরীর চর্চার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সাধারণত জিমের পোশাকে আমরা নারীদের শরীরচর্চা করতে দেখি। তবে আহলাম শরীরচর্চা করেন বোরখা-নিকাব পরেই। আহলামের বিশ্বাস, এতে মুসলিম নারীরা বুঝতে পারবেন নিজের ধর্মবিশ্বাস ঠিক রেখেই স্বপ্নের পথে হাঁটা যায়।

টিকটক ও ইনস্টাগ্রামে আহলামের অনেক অনুসারী। ভিডিওগুলো কয়েকলাখ বার দেখা হয়েছে। দেশি-বিদেশি সংবাদমাধ্যমে তাকে নিয়ে প্রচুর নিউজ হয়েছে। আহলাম বলেন, ‌‘আমার মূল লক্ষ্য মুসলিম নারীদের অনুপ্রাণিত করা। ইসলামের নিয়মগুলো অনুসরণ করেও আপনার পছন্দের বিষয়গুলো করতে পারবেন। জীবনযাপনেও কোনো সমস্যা হবে না।’

- Advertisement -

আহলাম স্বাবলম্বী। একটি ই-কমার্স শপ পরিচালনা করেন আহলাম। তার পছন্দের বিষয় হলো ফিটনেস। আহলাম প্রমাণ করতে চান, ঢিলেঢালা কাপড় তার লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। তিনি বলেন, ‘মুসলমান হিসেবে আমি নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে পারি। আমি আল্লাহর নির্দেশ পালন করছি এবং পাশাপাশি নিজের পছন্দের বিষয়গুলোর ওপর গুরুত্ব দিচ্ছি।’

- Advertisement -

Related Articles

Latest Articles