7.7 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইউরোপে ‘বিদ্যুৎ গতিতে’ ছড়াচ্ছে ওমিক্রন: ফরাসি প্রধানমন্ত্রী

ইউরোপে ‘বিদ্যুৎ গতিতে’ ছড়াচ্ছে ওমিক্রন: ফরাসি প্রধানমন্ত্রী - the Bengali Times

ওমিক্রন ভ্যারিয়েন্ট ইউরোপে ‘বিদ্যুৎ গতিতে’ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স। সামনের বছরের শুরুতে ফ্রান্সে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা আগে গতকাল ফরাসি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স এই সতর্ক বার্তা দিয়েছেন।

- Advertisement -

ফরাসি প্রধানমন্ত্রীর এমন মন্তব্যর পরেই যুক্তরাজ্য থেকে ফ্রান্সে যাওয়া-আসার ওপর ফরাসি কর্তৃপক্ষ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়াও জার্মানি, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসে নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়েছে।

বিশ্বের অন্তত ৮৯টি দেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও অনেক বেশি দ্রুততার সাথে ছড়াচ্ছে। মাত্র তিনদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।

এদিকে ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বমুখী হার নিয়ে ইউরোপ-আমেরিকাতেও উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটিশ সরকারের পরামর্শদাতা বিজ্ঞানীরা বলছেন ভাইরাসের বিস্তার ঠেকাতে আরও কঠোর ব্যবস্থা না নিলে হাসপাতালগুলো বিশাল চাপের মুখে পড়বে।

ইউরোপের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ওমিক্রন শনাক্ত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশটিতে ১৫ হাজার ওমিক্রন শনাক্ত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ইউরোপে ৮ কোটি ৯০ লাখ করোনা সংক্রমণ ধরা পড়েছে এবং প্রায় ১৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

তথ্যসূত্র: বিবিসি

- Advertisement -

Related Articles

Latest Articles