15.3 C
Toronto
বুধবার, মে ২৫, ২০২২

সারা আলীর মতোই উদ্দাম নেচে ভাইরাল ৬৩ বছরের বৃদ্ধা

- Advertisement -

 

সারা আলীর মতোই উদ্দাম নেচে ভাইরাল ৬৩ বছরের বৃদ্ধা - The Bengali Times
ছবি: সংগৃহীত।

বলিউডের নতুন সেনসেশন ২৪ বছরের তরুণী সারা আলী খান। তার অভিনীত একটি গানের সাথে ৬৩ বছরের বৃদ্ধার উদ্দাম নাচ নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সারা আলী খানের ‘চাকা চাক’ গানটিতে নেচেছেন তেষট্টি বছর বয়সী রবি বালা শর্মা। যদি আপনার নাচার অভ্যাস নাও থাকে, কোনো দিন যদি আপনি নাও নেচে থাকেন, তা হলেও আপনি এই ভিডিওটি দেখে নাচবেনই।

- Advertisement -

এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়, বৃদ্ধা রবি বালা শর্মার নাচে উৎসাহ উদ্দীপনা দেখে চক্ষু চড়কগাছ সবার। বছর তেষট্টির এই বৃদ্ধা সারা আলী খানের মতোই নেচেছেন। ভাইরাল ভিডিওটিতে তাকে ‘দেশি দাদি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার এ ধরনের অনেক ভিডিও অনলাইনে জনপ্রিয় হয়েছে। প্রায় ৩ লাখ মানুষ ‘চাকা চাক’ গানটির সাথে তার নাচের ভিডিওটি দেখেছেন।

সারা আলী খানের মতোই একটি সবুজ শাড়িতে সজ্জিত হয়ে রবি বালা শর্মা এই গানটিতে নেচেছেন। গানটির বিট ফলো করে খুবই আকর্ষণীয়ভাবে নেচেছেন তিনি। শুধু তাই নয়, সারা আলীর নাচের ‘হুক স্টেপ’ এর মতোই একটি স্টেপও তিনি চেষ্টা করেছেন। নাচের সময় তিনি যে ‘জেসচার’ বা মুখভাব দেখিয়েছেন, তা-ও খুব চিত্তাকর্ষক মনে হয়েছে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles