28.4 C
Toronto
শনিবার, জুন ২৫, ২০২২

অশ্লীল ভিডিও-ছবি ধারণ, কিশোর গ্যাং প্রধান গ্রেফতার

- Advertisement -
অশ্লীল ভিডিও-ছবি ধারণ, কিশোর গ্যাং প্রধান গ্রেফতার - The Bengali Times
কিশোর গ্যাং

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে কিশোর গ্যাং বাহিনীর প্রধান ইয়াছিন আরাফাত ওরফে শাকিলকে (২২) গ্রেফতার করেছে। অশ্লীল ভিডিও-ছবি ধারণের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

ইয়াছিন আরাফাত ওরফে শাকিল বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘাটলা গ্রামের বনগাজী বাড়ির সামছুল হকের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন ১৬নং কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের লন্ডনি মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। ওই মোবাইল ফোনে বিভিন্ন মেয়েদের অশ্লীল স্থির চিত্র ও ভিডিও চিত্র ধারণ করে রেখেছে।

তিনি বলেন, বিভিন্ন মেয়েদের প্রলোভনে ফেলে মোবাইল ফোনের মাধ্যমে সুকৌশলে তাহাদের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে অনৈতিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে নিজ মোবাইল ফোনে সে এগুলো সংরক্ষণ করে রাখে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা রেকর্ড করা হয়েছে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles