-3.4 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

রাগে ফুঁসছেন শাহরুখের নায়িকা, অভিশাপ দিয়ে যা বললেন জ্যোতিষীকে

রাগে ফুঁসছেন শাহরুখের নায়িকা, অভিশাপ দিয়ে যা বললেন জ্যোতিষীকে - the Bengali Times
ছবি সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে একটিই সিনেমা তার— ‘কভি হাঁ কভি না’। তাতে কী? সুচিত্রা কৃষ্ণমূর্তির খুব মনখারাপ বাদশাহর জন্য। সম্প্রতি জ্যোতিষী সুশীল কুমার সিং একটি অনুষ্ঠানে জানিয়েছেন, খুব খারাপ রোগে আক্রান্ত হবেন সালমান খান। শাহরুখের সেসব না হলেও একই বয়সে মৃত্যু হবে তার। ৬৭ বছর বয়সে মারা যাবেন তারা। জ্যোতিষীর আরও দাবি, কোষ্ঠী বিচার করে তিনি এ রকমই ইঙ্গিত পেয়েছেন।

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী শুনে মুখে চিন্তার ছাপ দুই খানের অনুরাগীদের। সে তালিকায় শাহরুখের নায়িকাও। তিনি রীতিমতো শাপশাপান্ত করেছেন। জানিয়েছেন, এ ধরনের ভুয়া খবরে একেবারেই বিশ্বাস করা উচিত নয়। পাশাপাশি এ-ও দাবি তার— জ্যোতিষশাস্ত্রের নামে যারা এ ধরনের বুজরুকি করেন তাদের নিষিদ্ধ করে দেওয়া উচিত।

- Advertisement -

জ্যোতিষী যে ভুল কথা বলে লোককে বিপথে চালিত করছেন তার উদাহরণও দিয়েছেন তিনি। সুচিত্রার জন্ম নভেম্বরে। এই জ্যোতিষী নাকি এক অনুষ্ঠানে তার জন্ম মার্চ মাসে বলেছিলেন! সুচিত্রার ক্ষোভ, এদের চ্যানেল কর্তৃপক্ষ ব্যবহার করেন নিজেদের সুবিধার্থে। আর এরাও ভুলভাল কথা বলে সস্তায় বাজিমাত করেন।

তার মতে, খ্যাতনামাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা সব থেকে সহজ। কারণ তারা সচরাচর এসব বিষয়ে মাথা ঘামান না। তাই চ্যানেল কর্তৃপক্ষের কাছে তার অনুরোধ, সস্তায় প্রচার পেতে সাধারণ মানুষের মনে এই ধরনের নেতিবাচক অপপ্রচার ছড়ানো যুক্তিহীন। এতে অবশ্যই দ্রুত প্রচার মেলে। তবে নাগারে এই ধরনের ভুল তথ্য পরিবেশিত হতে থাকলে আগামী দিনে তা চ্যানেলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles