
প্রায় এক দশক পর কানাডিয়ান নৌবাহিনীর জাহাজ এইচএমসিএস প্রটেক্টর আবার যাত্রা করেছে। এই সিরিজের সর্বশেষ সরবরাহকৃত জাহাজটিকে সার্ভিসের বাইরে রাখা হয়েছিল।
কানাডায় নির্মিত সর্ববৃহৎ এই সাহায্যকারী জাহাজটি ব্রিটিশ কলাম্বিয়ার নর্থ ভ্যানকুভারে সিপ্যানের শিপইয়ার্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে চালু করা হয়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।
কানাডিয়ান নৌবাহিনীর জন্য ব্রিটিশ কলাম্বিয়ায় নির্মিত দুটি জয়েন্ট সাপোর্ট জাহাজের মধ্যে এটি হচ্ছে প্রথমটি। সিপ্যান বলেছে, দ্বিতীয় জাহাজ এইচএমসিএস নির্মাণের কাজ ভালোভাবেই চলছে। ২০২৫ সালে এটির সরবরাহ দেওয়ার কথা রয়েছে।
আগে সরবরাহ করা এই নামের জাহাজটি ২০১৫ সালে কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়। আগের বছর ইঞ্জিন রুমে অগ্নিকা-ের কারণে এটি বাদ দেওয়া হয়। এর মধ্যে ৪৬ বছরের সেবার অবসান ঘটে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার প্রথাগত ক্রিস্টেনিং অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু শ্যাম্পেইনের বোতল খোলেন এইচএমসিএস প্রটেক্টরের স্পন্সর টেরি ম্যাককিনন। ট্রুডো একে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন। বৈশি^ক বিনিয়োগ আকর্র্ষণে কানাডাকে তুলে ধরতে জাহাজটির নির্মাতা কর্মীদের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে ট্রুডো বলেন, আজকের পৃথিবী একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং নানা সুযোগে ঠাসা। লোকজন কানাডায় আগমন ও বিনিয়োগ অব্যাহত রেখেছে। আমাদের প্রতিযোগিতা সুবিধার কারণে লোকজন তাদের সক্ষমতা দেখাতে পারছেন। আমাদের কর্মীরা সারাবিশে^র মধ্যে সেরা। তারা স্মার্ট, উচ্চাকাক্সিক্ষ ও কঠোর পরিশ্রমী।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রয়্যাল কানাডিয়ান নেভি কমান্ডার ভাইস আডমিরাল অ্যাঙ্গাস টপসি বলেন, সাগরে এইচএমসিএস প্রটেক্টর নামটি ফিরে আসায় নেভী কর্মকর্তাদের জন্য দিনটি খুবই আবেগের।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.