-0.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সন্তানকে নিয়ে বুবলীর পোস্ট, অপু বললেন ‘আদিখ্যেতা’!

সন্তানকে নিয়ে বুবলীর পোস্ট, অপু বললেন ‘আদিখ্যেতা’! - the Bengali Times
অপু বিশ্বাস ও শবনম বুবলী

কখনও শবনম বুবলীকে খোঁচা মারেন অপু বিশ্বাস, আবার বিভিন্ন সময় কৌশলে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে কথা বলেন বুবলী। কয়েক বছর ধরেই এভাবে চলছে। এর সঙ্গে যোগ হয়েছে সামাজিকমাধ্যমে পোস্টের মাধ্যমে পরোক্ষ ইঙ্গিত।

গতকাল সন্ধ্যার পর অপু বিশ্বাসের দেওয়া একটি ফেসবুক পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে চিত্রনায়িকা বুবলীকে খোঁচা দিয়েছেন তিনি।

- Advertisement -

নেটিজেনদের মতে, শবনম বুবলী ফেসবুকে একটি রিল ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা-বাবার নাম লিখছে।

ভিডিওর ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে অনেকেই প্রশংসা করেন।

বুবলীর এই পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস ফেসবুকে লেখেন, ‘এক মা তাঁর মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’

অপু বিশ্বাসের এমন পোস্টের পর তাঁর ভক্তদের কেউ কেউ এতে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, আবার অনেকেই এটিকে ইঙ্গিতপূর্ণ বলেছেন।

নেটিজেনদের ভাষ্য, অপু বিশ্বাস তাঁর ফেসবুক পোস্টে দুজন মায়ের প্রসঙ্গ তুলেছেন—একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)। ধর্ষণের শিকার শিশুটি এখনও লাইফ সাপোর্টে আছে, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার গোটা দেশ। এই পরিস্থিতিতে বুবলী ছেলের ভিডিও পোস্ট করায় অপু বিশ্বাস তা ‘আদিখ্যেতা’ বলে উল্লেখ করেছেন!

 

- Advertisement -

Related Articles

Latest Articles