10.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

‘চিকিৎসা’ নিতে ফার্মেসিতে হাজির হনুমান!

‘চিকিৎসা’ নিতে ফার্মেসিতে হাজির হনুমান! - the Bengali Times
ছবি সংগৃহীত

রক্তাক্ত জখম হয়ে নিজেই ফার্মেসিতে চিকিৎসা নিতে হাজির হয়েছে হনুমান। ফার্মেসিতে গিয়ে ক্ষতস্থানটি ফার্মেসিতে থাকা লোকজনদের বারবার দেখাতে থাকে। একজন সাহস করে কাছে গিয়ে দেখে হনুমানটি হাতে আঘাত পেয়েছে। ফার্মেসি মালিক ভায়োডিন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলে চুপ করে বসে থাকে হনুমানটি।

শুক্রবার (৭ মার্চ) রাতে মেহেরপুর শহরের আলহেরা ফার্মেসিতে এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে।

- Advertisement -

আর হনুমানের এমন কাণ্ড দেখতে ভিড় জমায় স্থানীয়রা। এসময় কেউ পাউরুটি, কেউ কলা আবার কেউ বিস্কুট খেতে দেয় হনুমানটিকে। কেউ কেউ হনুমানটির গায়ে হাত বুলিয়ে আদরও করে।

ফার্মেসির মালিক বলেন, এভাবে হনুমানটিকে ফার্মেসিতে ঢুকতে দেখে আমরা প্রথমে ভয় পেয়েছিলাম। সরিয়ে দেওয়ার চেষ্টা করলে হনুমানটি বারবার তার হাতের ক্ষতস্থানের দিকে ইশারা করছিল। কাছে গিয়ে দেখি তার হাত কেটে গেছে। পরে ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেই এবং কলার সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে দেই। পরে চিকিৎসা শেষে হনুমানটি আবার চলে যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles