6.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

নতুন রূপে ধরা দিলেন নুসরাত ফারিয়া

নতুন রূপে ধরা দিলেন নুসরাত ফারিয়া - the Bengali Times
নুসরাত ফারিয়া

‘জিন’ ও ‘জিন টু’—এর সাফল্যের পর এবার ‘জিন-থ্রি’ কিস্তি নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে নির্মিত হচ্ছে ‘জিন থ্রি’। আর এ সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে এ সিনেমাটির পোস্টার। সেখানে কালো পোশাকে দুহাত প্রসারিত করে জিনের রূপে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাতভর্তি লম্বা নখ, বড় বড় রক্ত চোষা দাঁত। আর এমন লুকেই ধরা দিয়েছেন ঢালিউডের আলোচিত এক অভিনেত্রী।

- Advertisement -

এর আগে জাজের ‘জিন’ ও ‘জিন টু’ সিনেমা দুটি বেশ সাড়া জাগিয়েছিলেন অভিনেতা সজল। দুটি সিনেমাতেই তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী পূজা চেরী। তবে এবার তৃতীয় কিস্তিতে নায়িকা বদলে গেছে। পূজা চেরীর পরিবর্তে পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

সম্প্রতি ‘জিন-থ্রি’ সিনেমাটির মুক্তি উপলক্ষে ইতোমধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে এর পোস্টার। কিন্তু পোস্টারে গ্ল্যামারাস নুসরাত ফারিয়াকে প্রথম দেখাতে অনেকেই চিনতে পারেননি। অভিনেত্রীর এমন হাল রীতিমতো চমকে দিয়েছে নেটিজেনদের, তা বুঝতে বাকি নেই। কৌতূহল দর্শকরা জানতে চেয়েছেন— গ্ল্যামারাস নুসরাত ফারিয়া কি তবে এবার আসলেই জিন, ভূত নাকি ভ্যাম্পায়ার? যদিও সিনেমাসংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে। সে অপেক্ষায় নুসরাত ফারিয়ার ভক্ত-অনুরাগীরা।

- Advertisement -

Related Articles

Latest Articles