
একটি গানের অনুষ্ঠানে এক নারী অনুরাগীর ঠোঁটে গভীর চুম্বন করেছিলেন শিল্পী উদিত নারায়ণ। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। তারপর সোশ্যালে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় গায়ককে। নানা তির্যক মন্তব্য ধেয়ে এসেছিল। কিন্তু উদিতের ব্যবহারে কোনো দোষই দেখছেন না অভিনেত্রী কুণিকা সদানন্দ। বরং উদিতের হয়েই কথা বলেছেন তিনি।
এক সাক্ষাৎকারে কুণিকা বলেছেন, উদিত নারায়ণ চুমু খেয়েছেন। একদম ঠিক করেছেন। কিন্তু যেখানে চুমু খেয়েছেন সেই জায়গাটা ঠিক নয়। গালে চুমু খেতে পারতেন।
নারী ভক্তকে চুমু খেয়ে ভাইরাল উদিত নারায়ণনারী ভক্তকে চুমু খেয়ে ভাইরাল উদিত নারায়ণ
এখানেই শেষ নয়। খ্যাতনামা গায়ক বলেই তার দিকে আঙুল তোলা হচ্ছে বলে মনে করছেন কুণিকা। তিনি বলেন, মঞ্চে গান করার সময় অন্য মাদকতা কাজ করে। উত্তেজনা তুঙ্গে থাকে। দর্শক এত ভালোবাসা দেয়, নেশার মতো লাগে। এমন মুহূর্তে এসব ঘটেই থাকে।”
এই মন্তব্যের পরে অন্য নারীরা তাকে কটাক্ষ করতে পারেন বলে মনে করছেন কুণিকা। তিনি বলেছেন, ওই মেয়েটি এসে চুমু খেয়ে চলে গেল। ওর তো আসাই উচিত হয়নি। সবচেয়ে বড় কথা, মেয়েটি কোনো আপত্তি জানায়নি।