12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি: কুসুম শিকদার

আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি: কুসুম শিকদার - the Bengali Times
অভিনেত্রী কুসুম শিকদার

ঢালিউডের জনপ্রিয় ‘শরতের জবা’ খ্যাত অভিনেত্রী কুসুম শিকদার তার অভিনয়গুণে ভক্ত-অনুরাগীদের প্রশংসায় সিক্ত হন। আর অভিনেত্রীও ভক্তদের সঙ্গে একটা মেইলবন্ধন তৈরি করেছেন। সবসময় সামাজিক মাধ্যমে তার অনুরাগীদের নতুন কোনো সংবাদ পৌঁছে দিতেও অপেক্ষা করেন না। সম্প্রতি অভিনেত্রী এবারও ভক্ত-অনুরাগীদের সুখরব দিলেন।

‘শরতের জবা’ খ্যাত কুসুম শিকদার প্রেম-বিয়ে সামনে আলোচনায় আনতে চান না। তবে তিনি সুগার মাম্মি হতে চান বলে জানিয়েছেন। সুগার ড্যাডি আছে কিনা— এমন প্রশ্নের উত্তরে কুসুম শিকদার বলেন, সুগার ড্যাডি থাকতে হবে কেন? আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি।

- Advertisement -

তিনি বলেন, আমার সুগার সন থাকতে পারে। কিসের সুগার ড্যাডি আমার ওই বয়স পার হয়ে গেছে। টাকাপয়সা, ব্যাংক-ব্যালেন্স থেকে ও মন থাকতে হবে আগে।

অভিনেত্রী নিজেও জানতে চান— সুগার মাম্মি কি? এ বিষয়ে তথাকথিত সুগার মাম্মি বলতে আমরা বুঝি— একজন বয়োজ্যেষ্ঠ নারী থাকবে তুলনামূলক ছোট কোনো ছেলের ভরণপোষণ আর দেখাশোনা করবেন; ফিন্যান্সিয়াল সাপোর্ট দেবেন তার বিনিময় ভালোবাসা পাবেন।

এর আগে ভালোবাসা দিবস উপলক্ষ্যে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন কুসুম শিকদার। কাজের বাইরে তার কী নিয়ে ব্যস্ততা জানান অভিনেত্রী। প্রেমের জন্য ডেট করতে যান কিনা— এমন প্রশ্নের উত্তর কুসুম শিকদার মজার ছলেই দিয়েছিলেন, হ্যাঁ যাই। দেশে ও দেশের বাইরে সব জায়গায়ই যাই। শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়, না থাকলে ক্রিয়েটিভিটি আসে না বলে জানান ‘শরতের জবা’খ্যাত অভনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles