0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

অন্যদের যেভাবে ধরিস আমাকেও সেভাবে ধর, আমাকে তুচ্ছ করিস না: কেন বলেছিলেন মিথিলা!

অন্যদের যেভাবে ধরিস আমাকেও সেভাবে ধর, আমাকে তুচ্ছ করিস না: কেন বলেছিলেন মিথিলা! - the Bengali Times
অভিনেতা নাঈম ও অভিনেত্রী মিথিলা

সময়ের আলোচিত অভিনেতা নাঈম ও অভিনেত্রী মিথিলা জুটি বেঁধেছেন। সেই অভিজ্ঞতাই শেয়ার করেছেন একটি বেসরকারি গণমাধ্যমে।

নাঈম বলেন, আমরা ছোটবেলা থেকেই বন্ধু, কিন্ত মিথিলার সাথে আমার কথা হয় খুবই কম। বছরেও হয়তো হয় না ঠিকমতো। দেখা যায় একদিন হয়তো টেক্সট করে বললো তুমি তো খুব স্টার হয়ে গেছো, দেখাই পাওয়া যায় না। আমাদের কিছু ফ্রেন্ড আছে, যারা দেশের বাইরে থাকে তারা আসলে আমরা গেট টুগেদার করি।

- Advertisement -

কিন্ত এই ছবির সময় ফোনে কথা হয়েছে এমন যে, তোর সাথে আমার রোমান্টিক সিন করতে হবে? আমরা কি পারব?

মিথিলা বলেন, আমি যখন শুনেছি নাঈম কাজ করবে, আমি খুব খুশি হয়েছি। আমরা শ্যুটের সময়েও খুব হাসাহাসি করেছি যে আমাদের রোমান্টিক সিন করতে হবে৷ ওকে আমার বলতে হতো, শোন, অন্যদের যেভাবে ধরিস আমাকেও সেভাবে ধরিস। আমাকে তুচ্ছ করিস না।

- Advertisement -

Related Articles

Latest Articles