9.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

টরন্টোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রকৌশলী আবু বকর নিহত

টরন্টোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রকৌশলী আবু বকর নিহত - the Bengali Times
পারিবারিক সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আবু বককর সৈয়দ আজ সকালে হাটঁতে বের হয়েছিলেন হেঁটে রাস্তা পার হবার সময় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

টরন্টোর স্কারবোরো এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বাংলাদেশি-কানাডিয়ান আবু বকর সৈয়দ। আজ ১১ ডিসেম্বর সকাল ১১টায় মিডল্যান্ড-ব্রডব্যান্ট ইন্টারসেকশনে একটি দ্রুত গতির গাড়ি তাকে আঘাত করে এবং গাড়ির চালক পালিয়ে যান। পুলিশ পরবর্তীতে চালককে গ্রেফতার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আবু বককর সৈয়দ আজ সকালে হাটঁতে বের হয়েছিলেন। হেঁটে রাস্তা পার হবার সময় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি একজন প্রকৌশলী। তার জন্ম বাংলাদেশের মৌলভীবাজারে। তিনি উদীচী কানাডার প্রাক্তন সভাপতি আজফার সৈয়দ ফেরদৌস এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এর বড় ভাই।
উল্লেখ্য, গত দুইমাসে টরন্টো এবং পিটারবোরোতে সড়ক দুর্ঘটনায় নিহত হন নাদিয়া মজুমদার ও জেমস উজ্জ্বল গোমেজ।
আবু বকর সৈয়দের মৃত্যুতে বেঙ্গলি টাইমস পরিবার শোকাহত।

- Advertisement -

Related Articles

Latest Articles