2.2 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন: রোজা আহমেদ

আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন: রোজা আহমেদ - the Bengali Times
ছবি সংগৃহীত

তাহসানকে বিয়ে করার আগে এই রোজা আহমেদকে কেউ চিনত না। তিনি নেটিজেনদের কাছে বেশ পরিচিত ছিলেন মেকআপ আর্টিস্ট হিসেবে। সম্প্রতি রোজার একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আলাপচারিতায় রোজা তার ক্যারিয়ার ও পেশা নিয়ে অনেক কথা বলেছেন। মেকআপ আর্টিস্ট অনেক বেশি টাকা নেন অভিযোগ করলে তিনি বলেন, আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন।

সেই সাক্ষাৎকারে ভ্লগারদের বিরুদ্ধে নানা অভিযোগের কথা ওঠে আসে। এ বিষয়ে রোজা বলেন, ‘এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার বলার কিছু নেই। আমি এত বড় কোনো ভ্লগার হয়ে যাইনি কিংবা কোনো ব্র্যান্ড প্রোমোটারও হইনি। আর এটা আমার মূল পেশাও না। তবে যারা এই পেশায় আছেন, তাদের আমি অনেক সম্মান করি, তারা অনেক ভালো করছেন।’

- Advertisement -

অনেক ইনফ্লুয়েনসার কিংবা ব্র্যান্ড প্রোমোটাররা নাকি ফটোশুটে করেই লাখের মতো পারিশ্রমিক নেন। এছাড়াও মেকআপ আর্টিস্টরাও প্রতি মিনিটে হাজার টাকা পারিশ্রমিক নেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে রোজা বলেন, ‘আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন। একজন নামী-দামী সেলিব্রেটির কাছে না গিয়ে আপনারা আমাদের কাছে আসছেন। তাদের থেকেও যদি আমরা বেশি চার্জ করি, তারাও আমাদের নিচ্ছেন- আমরা কেন নেব না। এটা একটা ব্যাবসা আফটার অল।’ রোজা এও বলেন, ‘সে এটা ডিজার্ভ করে, হয়তো সে জন্য এটা তিনি চার্জ করেছেন।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles