-0.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

এআইয়ের মতে নিখুঁত নারী যিনি

এআইয়ের মতে নিখুঁত নারী যিনি - the Bengali Times
ক্যারল রোজালিন

ব্রাজিলিয়ান ফিটনেস ইনফ্লুয়েন্সার ক্যারল রোজালিনের শরীরকে ‘নারীর নিখুঁত শরীর’ বলে ঘোষণা করেছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)। তাকে পারেফেক্ট নারী হিসেবে অভিহিত করা হয়েছে। খবর নিউ ইয়র্ক পোস্টের।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশ্লেষণ অনুসারে, ২৫ বছর বয়সী ক্যারল রোজালিনের স্বাস্থ্য এবং শক্তির মূল্যায়ন করেছে এআই। এর পর তাকে ‘একজন পারফেক্ট ১০’ বলে অভিহিত করেছে। পাশাপাশি প্রতিসাম্য, অনুপাত এবং সামগ্রিক সামঞ্জস্যের মতো নান্দনিক বিষয়গুলোও বিবেচনা করেছে এআই।

- Advertisement -

প্লেবয় অস্ট্রেলিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এআইয়ের সংজ্ঞা অনুযায়ী ক্যারল রোজালিনের নিখুঁত শরীর রয়েছে এবং ফিটনেস জগতে তিনি আদর্শ। ইনস্টাগ্রামে রোজালিনের ৭ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। রোজালিন তার শরীরকে ফিট রাখতে স্বাস্থ্যকর ডায়েট এবং নিয়মিত জিম করেন।

প্লেবয় অস্ট্রেলিয়াকে তিনি বলেন, তিনি জিম করার পর আয়নায় তার ফলাফল যাচাই করতেন। তবে এআইয়ের বিশ্লেষণে ‘পারফেক্ট ফিটনেস ওম্যান’ হিসাবে স্বীকৃতি পাওয়া সত্যিই আমার জন্য অসম্ভব আনন্দের বিষয়।

রোজালিন জানান, তিনি তার শরীর ফিট রাখতে আট বছর আগে থেকে নিয়মিত জিম করেন। রোজালিন বর্তমানে সপ্তাহে পাঁচ দিন ভার উত্তোলন প্রশিক্ষণ নেন এবং প্রতিদিন অ্যারোবিক ক্লাসও করেন।

তার ডায়েটে সাধারণত ফল, শাকসবজি, ওটস এবং মুরগির মাংস থাকে। তার কিছু প্রিয় খাবারের মধ্যে রয়েছে বেকড মিষ্টি আলুর চিপস এবং উদ্ভিজ্জ ফ্রিটাটা। তার সকালের নাস্তা হল দুটি স্ক্র্যাম্বলড ডিম, কাসাভা, পেঁপে, আনারস, ওটস, দারুচিনি এবং কফি।

- Advertisement -

Related Articles

Latest Articles