0.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

টাকার জন্য যে কাজ করতে হতো নোরা ফাতেহিকে

টাকার জন্য যে কাজ করতে হতো নোরা ফাতেহিকে - the Bengali Times
নোরা ফাতেহি

এক সময় পরপর হিট আইটেম গান এবং স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে শিরোনাম দখল করা নোরা এখন অনেকটাই আড়ালে। সোশ্যাল মিডিয়ায় তার সক্রিয়তা কমে যাওয়া, নতুন প্রজেক্টের অভাব এবং মিডিয়ার সামনে কম উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে,কোথায় নোরা ফাতেহি ?

মেধা থাকা সত্ত্বেও অনেকে অবহেলিত থাকেন। আবার মানসম্মত কাজ করেও কেউ কেউ থেকে যান আড়ালে। এসব দেখে মনে হয় ভাগ্যদেবতার আশীর্বাদ না থাকলে ভালো কাজের কদর পাওয়া যায় না। সে ভাগ্য নোরা ফাতেহির আছে। কেননা আইটেম গানে নোরা ফাতেহি কোমর দুলালেই সিনেমা হিট হয়ে যায়।

- Advertisement -

নোরা ফাতেহি বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন এবং আন্তর্জাতিক প্রজেক্টে মনোযোগ দিচ্ছেন। শোনা যাচ্ছে, বলিউডের বাইরেও তিনি কয়েকটি বড় প্রজেক্টে কাজ করছেন যা তাকে আলোচনার বাইরে রেখেছে। অন্যদিকে, তার ইনস্টাগ্রামে মাঝে মাঝে শেয়ার করা পোস্ট থেকে ধারণা করা যায়, তিনি হয়তো নিজেকে প্রস্তুত করছেন নতুন চমক নিয়ে ফিরে আসার জন্য।

তবে ভাগ্যদেবতার এই সন্তুষ্টি একদিনে পাননি নোরা। ক্যারিয়ারের শুরুর দিকে তার সঙ্গে মোটেও সখ্যতা ছিল না এই সুন্দরীর। ভীষণ কাঠখড় পোড়াতে হয়েছে। পেট চালাতে কাজ করতে হয়েছে হুক্কা বারে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেট চালাতে হুক্কা বারে কাজ করেছিলেন নোরা। সেখানে আসা তারকাদের, বিশেষ করে অভিনেত্রীদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতেন নোরা।

শুরুর দিকে দিনরাত খাটতেন নোরা। তার বয়সী মেয়েদের মতো পার্টিতে যেতেন না। কোনো বয়ফ্রেন্ডও ছিল না বলে জানিয়েছিলেন নোরা। সেই সময় নিজেকে একটি ঘরে বন্ধ করে রাখতেন নোরা। হিন্দি ভাষা রপ্ত করতেন। টিভি দেখতেন। এবং নিজের ঘরেই প্র্যাকটিস করতেন নাচ।

তবে তার এ পরিশ্রম দেখে খোঁচা দিতেন পরিচিতজনেরা। অনেকে কটাক্ষের সুরে নোরাকে বলেছিলেন, “তুমি কি পরবর্তী সময়ে ক্যাটরিনা কাইফ হতে চাও?” তবে সেসবে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যেতেন নোরা।

গত ৫ ডিসেম্বর টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নোরা ফাতেহির ‘আয় হায়ে’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles