11.8 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

মেসির গোলের পরও মায়ামির বিদায়

মেসির গোলের পরও মায়ামির বিদায় - the Bengali Times
ছবি সংগৃহীত

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখে ইন্টার মায়ামি। এমএলএস কাপের প্লে-অফ পর্ব পেরোতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না দু’দলের সামনেই। এমন ম্যাচে গোলের দেখা পান মায়ামির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তবে বিফলে গেছে তার গোল। আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিয়েছে মায়ামি।

রোববার (১০ নভেম্বর) ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ১৭ মিনিটে রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। ডিয়োগো গোমেজের পাস থেকে বক্সের ভেতর শট নিয়েছিলেন মেসি। সেই শট আটলান্টা গোলরক্ষক ফিরিয়ে দিলে কাছেই থাকা রোহাস বল পাঠিয়ে দেন জালে।

- Advertisement -

পিছিয়ে পড়ে দ্রুতই ম্যাচে ফিরে আটালান্টা। ম্যাচের ১৯ ও ২১ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন চিয়াহ। এতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আটালান্টা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান মেসি। তবে ৭৫ মিনিটে আবারও গোলের দেখা পায় আটালান্টা। স্লিশের গোলে ফের এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে এমএলএস কাপের প্লে-অফ পর্ব থেকে বিদায় নেয় মায়ামি।

- Advertisement -

Related Articles

Latest Articles