2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কুইবেকের প্রিমিয়ারকে উদ্ধত বললেন আদিবাসী নেতারা

কুইবেকের প্রিমিয়ারকে উদ্ধত বললেন আদিবাসী নেতারা - the Bengali Times
সম্মেলনে বক্তৃতা দেওয়ার পর আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ না করে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় লেগুর সমালোচনা করেন অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন্স কুইবেক লাব্রাডরের প্রধান গিজলাইন পিকাড

মন্ট্রিয়লে আয়োজিত দুই দিনের অর্থনৈতিক সম্মেলনে আদিবাসী নেতাদের সঙ্গে মিলিত না হওয়ার সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে কুইবেকের প্রিমিয়ার ফ্রাসোয়াঁ লেগুকে। শুক্রবার তার সমালোচনা করেন কুইবেকের আদিবাসী নেতারা।

সম্মেলনে বক্তৃতা দেওয়ার পর আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ না করে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় লেগুর সমালোচনা করেন অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন্স কুইবেক লাব্রাডরের প্রধান গিজলাইন পিকার্ড। তিনি বলেন, আদিবাসী নেতাদের সঙ্গে তার সাক্ষাতের সময় না থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঠিকই রয়েছে। লেগু এখন নির্বাচনী ভঙ্গিতে রয়েছেন। আদিবাসী নেতাদের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করতে না চাওয়াটা প্রিমিয়ার এক ধরনের ঔদ্ধত্য।
আদিবাসী নেতারা বলেন, লেগুর শুধুমাত্র সেখানে মন্তব্য করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি অতিথিদের কাছ থেকে তিনটি প্রশ্ন নিতে রাজি হন।

- Advertisement -

কুইবেকের ইনু মাটিমেকুশ-লাক জন অব শেফারভিলের প্রধান রিয়াল ম্যাকেঞ্জি আদিবাসী জমি ব্যবহারের কারণে পাওনা হওয়া রয়্যালটির ব্যাপারে লেগুর কাছে জানতে চান। প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা থেকে যে আদিবাসীরা বঞ্চিত হচ্ছেন সে ব্যাপারে প্রশ্ন করেন মিকমাক্স অব গেসগ্যাপেগিয়াজের প্রধান জন মার্টিন। তবে কেউই প্রিমিয়ারের উত্তরে সন্তুষ্ট হতে পারেন নি।
দুই দিনের এ সম্মেলন শুক্রবার শেষ হয়েছে। সম্মেলনের উদ্দেশ্য ছিল আদিবাসী ও অ-আদিবাসী ব্যবসায়ীদের এক জায়াগায় আনা। সম্মেলনে লেগু তার বক্তব্যে ফার্স্ট নেশন্স এক্সিকিউটিভ এডুকেশনে আগামী পাঁচ বছরে ১ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন। তার আগে আদিবাসী বিষয়ক মন্ত্রী ইয়ান লাফ্রেনিয়ের দক্ষিণ মন্ট্রিয়লের কাহনঅ্যাওয়েকের হোটেল প্রকল্পে ৩৩ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles