17.8 C
Toronto
মঙ্গলবার, মে ৭, ২০২৪

‘যারা নৌকায় ভোট দেবে না, তাদের মাইর হবে’

 

‘যারা নৌকায় ভোট দেবে না, তাদের মাইর হবে’ - the Bengali Times
নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

- Advertisement -

শুক্রবার রাতে ভুঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেছেন, ‘আগামী ২৬ ডিসেম্বর নৌকার ভোট হবে প্রকাশ্যে। কোনো আবোল-তাবোল মার্কায় সিল মেরে দেশের ক্ষতি করতে দেওয়া হবে না। এক কেন্দ্রে যতগুলো ভোট আছে, ততগুলো নৌকায় সিল পড়বে। যারা নৌকায় ভোট দেবে না, তাদের মাইর হবে।’ এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদকে অবাঞ্চিত ঘোষণা করে এলাকায় প্রবেশ করলে প্রতিহত করার হুমকিও দেন তিনি।

বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ব্যাপারে আব্দুল হাই আকন্দ বলেন, ‘ভুঞাপুরের নিকরাইলে গিয়েছিলাম নৌকার প্রচারে। সেখানে শুনলাম নৌকা মার্কার কর্মীদের গায়ে হাত তোলা হয়েছে, তাই রাগের মাথায় কথার পরিপ্রেক্ষিতে এসব বলে ফেলেছি। এটা আসলেই বলা উচিত হয়নি।’

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম ঠান্ডু বলেন, নতুন চেয়ারম্যান হয়েছে তো, কোথায় কী বলতে হবে, সেটাই জানে না।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, ভিডিওটি দেখেছি। তাকে শোকজ নোটিশ দেওয়া হবে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles