
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তাসনিয়া ফারিণ। ব্যক্তিগত ও পেশাগত জীবনের খবরাখবর ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। এবার সেখানে তুলনা করলেন মানুষ ও শয়তানের।
শনিবার এক ফেসবুক পোস্টে ফারিণ লিখেছেন, ‘আমরা সব সময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে?’
অভিনেত্রীর এ স্ট্যাটাসটি যে তার কাজের প্রচারণার জন্য, সেটি স্পষ্ট। কেননা মন্তব্যের ঘরে তার সদ্য প্রকাশিত ওয়েব সিরিজ ‘চক্র’-এর সন্ধান দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) একটি ওটিটি প্লাটফর্মে প্রকাশ পেয়েছে এটি।
সিরিজটিতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। এছাড়াও রয়েছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, এ কে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।