6.1 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

স্ত্রীর সঙ্গে গল্প করায় বৃদ্ধ প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

স্ত্রীর সঙ্গে গল্প করায় বৃদ্ধ প্রতিবেশীকে কুপিয়ে হত্যা - the Bengali Times
কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

স্ত্রীর সঙ্গে ‘গল্পগুজব’ করায় বৃদ্ধ প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছেন আরেক বৃদ্ধ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ের থিরুভিকা নগরে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, নিহত বৃদ্ধের নাম বেঙ্কটস্বামী। শুক্রবার তাকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেন থুলাসায়হ্ নামে এক বৃদ্ধ।

- Advertisement -

জানা গেছে, প্রতিদিন অভিযুক্ত বৃদ্ধ মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করতেন। দাম্পত্য এবং সাংসারিক কলহে বাড়ি ছাড়ার কথা ভেবেছিলেন স্ত্রী। তবে বেঙ্কটস্বামী তাকে সান্ত্বনা দেন। সংসার ছাড়তে নিষেধ করেছিলেন। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু সেটাই সন্দেহের চোখে দেখতেন অভিযুক্ত স্বামী। কেন স্ত্রী প্রতিবেশী বৃদ্ধের সঙ্গে ‘গল্পগুজব’ করেন, সেই নিয়ে ঝগড়া করেন বৃদ্ধ। যদিও স্বামীর কথায় বিশেষ পাত্তা দেননি স্ত্রী।

শুক্রবার বাড়ি ফেরার সময় বৃদ্ধ দেখেন তিনি নিষেধ করা সত্ত্বেও স্ত্রী আবার ওই প্রতিবেশীর সঙ্গে বসে কথাবার্তা বলছেন। অতঃপর শুরু হয় ঝগড়া। চিৎকার-চেঁচামেচিতে পাড়ার লোকজন বেরিয়ে আসেন। ওই তর্কবিতর্কের সময় একটি ছুরি নিয়ে বৃদ্ধের উপর আচমকাই ঝাঁপিয়ে পড়েন বৃদ্ধ। ছুরি দিয়ে প্রতিবেশীকে ক্ষতবিক্ষত করেন তিনি।

পরে প্রতিবেশীরা বৃদ্ধকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যান। তারাই খবর দেন থানায়। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ৬৪ বছরের ওই বৃদ্ধের। অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত। শেষ পর্যন্ত তাকে আটক করে আদালতে হাজির করে পুলিশ।

 

- Advertisement -

Related Articles

Latest Articles