-17 C
Toronto
শুক্রবার, জানুয়ারী ২৮, ২০২২

গোপন দৃশ্য করতে প্রযোজকের হুমকি!

- Advertisement -
অভিনেত্রী উরফি জাভেদ

 

ভারতের আলোচিত অভিনেত্রী উরফি জাভেদ। তার ফ্যাশনের বিষয়টি সর্বদাই রয়েছে খবরের শিরোনামে। বরাবরই অদ্ভুদ পোশাক পরে চমকে দেন তিনি। তবে আজকের অবস্থানে পৌঁছাতে তাকে বেশ বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে হয়েছে। এবার সেরকমই একটি ভয়ঙ্কর পরিস্থিতির কথা সামনে আনলেন এই অভিনেত্রী।

- Advertisement -

উরফির অভিযোগ, তাকে সমকামী দৃশ্যে অভিনয়ের জন্য বাধ্য করা হয়েছিল। শুধু তাই নয়, প্রযোজক নিজে নাকি তার পরনের কাপড় খুলে নিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি বলেন, ‘ওরা আমাকে বাধ্য করেছিল সমকামী দৃশ্যে অভিনয় করতে। অথচ চিত্রনাট্যে তেমন কোনো দৃশ্য ছিল না। আমি বিছানায় শুয়ে কাঁদছিলাম, বলছিলাম আমার দ্বারা এটা হবে না। আমাকে ছেড়ে দাও। প্রযোজক আমায় হুমকি দিচ্ছিল, তুমি চুক্তিপত্রে সই করেছো, তোমাকে জেলে পাঠাব।’

তিনি আরও বলেন, ‘প্রযোজক আমার কাপড় খুলে নিয়েছিল, আর আমি কাঁদতে কাঁদতে বারণ করেছিলাম, এমনটা করো না। সে এসে রীতিমতো আমার জামা-কাপড় খুলে দেয়। আমি শুধু অন্তর্বাসে ছিলাম, অন্য মেয়েটিকে তো নিজের অন্তর্বাসও খুলে ফেলতে হয়েছিল।’

প্রসঙ্গত, ২০১৬ সালে শোবিজ দুনিয়ায় পা রাখেন উরফি জাভেদ। পরিচিতি পেতে সময় লেগে যায় প্রায় পাঁচ বছর। চলতি বছর বিগ বস ওটিটি’র ঘরে দেখা যায় উরফিকে। এই শোয়ে খুব অল্প সময়ের জন্য দেখা মিললেও দর্শকদের নজরে চলে আসেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles