1.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজতে যেসব ভুল করবেন না

ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজতে যেসব ভুল করবেন না
ছবি সংগৃহীত

সারা বিশ্বেই এখন ডেটিং অ্যাপ জনপ্রিয়, বিশেষ করে তরুণদের মাঝে। এই মাধ্যমে চলছে মন দেওয়া-নেওয়া। আর যারা করেন না, এই মাধ্যম নিয়ে তাদের আছে মিশ্র ধারণা, বিশেষ করে খারাপ ধারণা। যারা বাস্তবিক জীবনে প্রেমের সম্পর্কে জড়াতে পারেননি, তারা ভরসা রাখেন ডেটিং অ্যাপে। এই প্ল্যাটফর্মে মন দেওয়া-নেওয়া করে বিয়ে-সংসারও করেন অনেকে।

সঠিক সাইট ব্যবহার করুন

- Advertisement -

ইন্টারনেটে অনেক সাইটে ভুয়া মানুষজন থাকেন। তারা আপনাকে ব্যবহার করতে পারেন। তাই চেষ্টা করুন সঠিক সাইটে যাওয়ার। আপনি এমন অনেক ডেটিং বা ম্যাট্রিমনিয়াল সাইট পাবেন যেখানে সঠিক পরিচয়পত্র ছাড়া অ্যাকাউন্ট তৈরি হয় না। তাই এই সাইটগুলোরর ওপর কিছুটা ভরসা রাখা যায় অন্যগুলোর তুলনায়। তাই সবার প্রথমে এই বিষয়টি নিশ্চিত করুন।

যাচাই করে নিন

আপনি যার সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন তাকে নিয়ে একটু ঘাটাঘাটি করুন। তাদের প্রোফাইল বা কথোপকথনে কোনও লাল পতাকা বা অসঙ্গতি আছে কি না দেখুন। ডেটিং অ্যাপে সাধারণত তিন ধরনের ফ্ল্যাগ থাকে- বিজ ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ। ‘রেড ফ্ল্যাগ’ মানে হল- ‘না’; আপনি পছন্দ করেন না বা চান না- এ রকম। ‘গ্রিন ফ্ল্যাগ’ মানে হল- আপনার সম্মতি আছে। আর এই দুয়ের মাঝামাঝি হল- ‘বিজ ফ্ল্যাগ’; আপনি ঠিক পছন্দও করছেন না, আবার বাদও দিতে পারছেন না।

ফোন নম্বর প্রথমেই নয়

আপনি অবশ্যই নিজের ফোন নম্বর মানুষটিকে দেবেন। তবে প্রথমেই দিয়ে দেওয়ার তেমন কোনও অর্থ নেই। আসলে ফোন নম্বর পেলে মানুষটি আপনার সঙ্গে নানা অসৎ কাজে জড়িত হতে পারেন।

কথা বলুন প্রথমে

আপনার মনে মানুষটি সম্পর্কে অনেক প্রশ্ন আসবে। সেই সকল প্রশ্ন করে ফেলুন। দেখুন তিনি ঠিকমতো উত্তর দিতে পারছেন কিনা। তিনি উত্তর দিতে পারলে কিছুটা নিশ্চিন্ত হতে পারেন। তাই প্রথমে তাঁর সঙ্গে কথা বলা শুরু করুন দিন। আর সরল বিশ্বাসে সব মেনে নেবেন না। বরং যাচাই করুন। তারপর আসবে ভালোবাসা।

হুট করে দেখা করার সিদ্ধান্ত নেবেন না

ডেটিং অ্যাপে একটু আধটু কথাবার্তার পর হুট করে দেখা করার সিদ্ধান্ত নেবেন না। তার আগে ভালোভাবে খোঁজখবর নিন। যার সঙ্গে দেখা করতে চান তার প্রোফাইলটা ভালোভাবে চেক করুন। ছবিটা ভাল করে পরখ করুন, সন্দেহজনক কিছু চোখে পড়ে কি না। একটু আশপাশে খোঁজ নেয়ার চেষ্টা করুন। পরিচিত বন্ধু থাকলে তার কাছ থেকে জানার চেষ্টা করুন যিনি দেখা করতে আসছেন তিনি আসলে কেমন। যদি এতটুকু সমস্যা মনে হয় তাহলে কোনও মতেই দেখা করতে যাওয়া ঠিক হবে না।

অনলাইনে কথা শুরু হওয়ার পর দেখা করার জন্য উতলা হবেন না। বরং কিছুটা সময় হাতে রাখুন। মানুষটির সম্পর্কে সবটা জানা সম্ভব হলেই দেখা করতে যান। আর এমন কোথাও যান, যেই জায়গা সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে। দূরে কোথাও যাবেন না। আর ডেটে গিয়ে উল্টা-পাল্টা কিছু খাবেন না। সব দ্রুত মিটিয়ে চলে আসুন।

- Advertisement -

Related Articles

Latest Articles