
মেয়ের প্রেমের সম্পর্কে অসন্তুষ্ট ছিলেন তিনি। সেই সম্পর্কে মেনে না নিতে পারায় রাগের বশে মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মেয়ের মাথা কেটে তার দেহ টুকরা টুকরা করলেন তিনি। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বহরাইচে। অভিযুক্তকে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) পবিতমোহন ত্রিপাঠি জানিয়েছেন, মোতিপুরের লক্ষ্মণপুর মাতেহি গ্রামের ঘটনা। ওই গ্রামে সোমবার নিজের সতেরো বছরের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে হত্যা করেন। তার মাথা ধড় থেকে আলাদা করে দেন। শুধু তাই নয়, মেয়েকে খুন করার পর তার দেহ টুকরা টুকরাও করেন। তার পর সেই টুকরো করা দেহ নিয়ে বসে থাকেন।
পুলিশ সুপার জানিয়েছেন, গ্রামেরই এক যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাড়ি থেকে দুইবার পালিয়েও গিয়েছিল কিশোরী। বিষয়টি নিয়ে বাড়িতে অশান্তি শুরু হয়। কিশোরী পরে আবার ফিরেও আসে। কিন্তু যুবকের সঙ্গে যোগাযোগ রাখত বলে পরিবারের দাবি। আর সেই ঘটনাতে কেন্দ্র করে সোমবার অশান্তি চরমে ওঠে। তখনই ধারালো অস্ত্র নিয়ে মেয়ের উপর হামলা করেন বাবা।
লটারিতে ৫০ কোটি টাকা জিতে বাকরুদ্ধ নুরলটারিতে ৫০ কোটি টাকা জিতে বাকরুদ্ধ নুর
পুলিশকে অভিযুক্ত বাবা জানিয়েছেন, তার মেয়ে বাড়ি থেকে দুইবার পালিয়ে গিয়েছিল। আবারও পালাতে পারে বলে সন্দেহ হয়েছিল তার। কন্যার এই আচরণ তার অন্য সন্তানদের উপর প্রভাব ফেলতে পারে। সেই কারণেই মেয়েকে হত্যা করেছেন বলে দাবি তার। চার মেয়ের মধ্যে বড় মেয়ে ছিল নিহত।