0.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

হঠাৎই প্রেম নিয়ে রহস্যময় পোস্ট পরীমণির!

হঠাৎই প্রেম নিয়ে রহস্যময় পোস্ট পরীমণির!
ছবি সংগৃহীত

দেশে যখন অস্থিতিশীল পরিবেশ আর উত্তেজনা চলছে তখনই হঠাৎ প্রেম আর কাটা নিয়ে রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মধ্যরাতে পরীমণি তার ফেসবুকে লেখেন, সারাদেহে কাটা লইয়া
পিরিতি নয় আমার কাজ।

- Advertisement -

সোশ্যাল মিডিয়ায় পরীর এমন রহস্য ভরা পোস্ট শোরগোল তুলেছে নেটপাড়ায়। পরীর ফেসবুক পোস্টে কমেন্ট বক্স বন্ধ। তাই পরীর ফ্রেন্ডরাই শুধু এ পোস্টে মন্তব্য করতে পারছেন।

পরীর করা পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, সুন্দর কথা বলেছো। আবার আরেক জন লিখেছেন, প্রেমে পড়া প্রেমের ধর্ম, যাক জীবন কলঙ্কে।

তবে হঠাৎ কাকে উদ্দেশ্য করে পরীর এমন পোস্ট, তা এখনও জানা যায়নি। তাই নেটিজেন আর ভক্তদের মনে পরীকে নিয়ে এখন চলছে নানা জল্পনা- কল্পনা।

- Advertisement -

Related Articles

Latest Articles